নজরবন্দি ব্যুরো: আজ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ১২ বছর পর ভারতের কাছে তৃতীয়বার বিশ্বজয়ের হাতছানি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। চলতি বছরের বিশ্বকাপের শুরু থেকেই পাল্টে গিয়েছিল গুগল ডুডল। আজকের এই দিনেও নতুন অবতারে হাজির গুগল। ডুডলে জায়গা করল বিশ্বকাপ ট্রফি।
আরও পড়ুন: ‘আমাদের গর্বিত করুন’, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে শুভেচ্ছা মমতার
রবিবার সকালেই গুগলের ডুডল পাল্টে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে লেখা রয়েছে গুগল কথাটি। গুগল শব্দের মধ্যেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি ও ক্রিকেটের ব্যাট। ডুডলের GIFটি খুললেই আতসবাজির রোশনাই ঝরে পড়ছে। ডুডলে ক্লিক করলেই ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ১২ বছর পরে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারত। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতার লক্ষ্যে রোহিতের দল।
বিশ্বকাপ শুরুর সময়েও সাজানো হয়েছিল গুগল ডুডল। পাল্টে ফেলা হয়েছিল হোম পেজ। এমনকি ইংরেজি বানানের মধ্যেও ছিল ক্রিকেটের ছোঁয়া। সেইসময় গুগল নামের বানানে ক্রিকেট বলের আদলে একটি ইংরেজি হরফের ও (O) রাখা হয়। ক্রিকেট ব্যাটের আদলে বানানো হয় এল (L) অক্ষরটি।
উল্লেখ্য, ১৯৮৩ সালে কপিল দেবের অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ যেতে ভারত। ২০০৩ সালে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছিল। সেইসময় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলে ভারত। এরপরের দুটি বিশ্বকাপে সেমি ফাইনালেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ২০ বছর পর ফের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে চলতি বিশ্বকাপের টানা ১০ টি ম্যাচ জিতে ফাইনালে ট্রফি ঘরে তোলার অপেক্ষায় সমগ্র ভারতবাসী।
বিশ্বকাপ ফাইনালে নয়া অবতারে গুগল, ক্রিকেটের লড়াইয়ের ছোঁয়ায় সেজে উঠল ডুডল
