নজরবন্দি ব্যুরোঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। তাঁদের বিশ্বকাপ অভিযান এবারের মতো শেষ হয়েছে। রবিবার মেলবোর্নে জিম্বাবয়ের বিরুদ্ধে ম্যাচ না জিতলেও কোনও অসুবিধা হবে ভারতের। কারণ, সেমিফাইনালে ভারতের জায়গা পাকা। অন্যদিকে, সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শুরুতেই চমক দিয়েছে পাকিস্তান। তাই তাঁদের সেমিফাইনালের টিকিট সহজ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
এদিন ম্যাচের শুরুতেই শাকিবদের ১২৭ রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। তাই প্রথম ইনিংসের ফলাফল দেখেই মনে করা হচ্ছে পাকিস্তানের জন্য ভারতের পরেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয় দলকেই মুখোমুখি হতে ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ডের সঙ্গে। এরপর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো দুই শক্তিশালী দলকে পরাজিত করলেই ফাইনালে মুখোমুখি হতে চলেছে এশিয়ার দুই দল।

এই মুহুর্তে ৬ পয়েন্ট পেয়ে সেমিফাইনালের টিকিট পকেটে পড়ে ফেলেছে রোহিতরা। আজ জিম্বাবয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামছেন রোহিত শর্মারা। যে কোনও বড়সড় অঘটন ঘটলেও এখনও ভারতের জন্য সেমিফাইনালের জায়গা পাকা। যদিও সেমিফাইনালের দিকে তাকিয়ে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে নজর রাখছে ভারত। তাই এদিনের ম্যাচে বিশেষ বদল আনছে না মেইন ইন ব্লুজ।
সেমিফাইনালে ভারতের জায়গা পাকা, আজ নিয়মরক্ষার ম্যাচে নামছে কোহলিরা

ভারতের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দন অশ্বীন, ভুবনেশ্বর ক্যমার, মহম্মদ শামি, অর্শ্বদীপ সিং।