নজরবন্দি ব্যুরোঃ কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফেরাতে হবে। দলীয় সভা থেকে গরু পাচার মামলায় জেলবন্দী অনুব্রত মণ্ডলকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছিল। এখন আবার কেষ্টর পক্ষে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালাবে।
আরও পড়ুনঃ সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন অনন্ত মহারাজ, বঙ্গভঙ্গের মতবদলের চেষ্টা করছে তৃণমূল?
শনিবার বীরভূমে একটি জনসভা ছিল ফিরহাদ হাকিমের। সেখান থেকে রাজ্যের মন্ত্রী বলেন, বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।

গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তারপর থেকে আসানসোলের সংশোধনাগারেই রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে তদন্ত করতে নেমে বিপুল অনেকের সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ। গত কয়েকদিন ধরেই দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা। তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের।
বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালাবে, বিস্ফোরক ফিরহাদ

অন্যদিএক, গরুপাচার মামলায় তদন্ত করতে নেমে অনুব্রত মণ্ডলের নামে জেতা লটারির টিকিট নিয়ে সন্দেহ জেগেছে তদন্তকারী সংস্থার অফিসারদের। গত দুই দিন বীরভূমের লটারির দোকানে জিজ্ঞাসবাদ করে তথ্য নেওয়ার পর আজ আসানসোলের সংশোধনাগারে উপস্থিত হয়েছেন তদন্তকারী অফিসাররা। এরই মধ্য রাজ্যের মন্ত্রী অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করতেই জল্পনা প্রবল হয়েছে।