নজরবন্দি ব্যুরোঃ লোকসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মূলত চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন তিনি। সুকান্ত মজুমদার সাফ বলেছেন, অনেকে ভাবত বিজেপি সরকার শুধু মন্দির বানায় কিন্তু এখন প্রমাণ হয়ে গিয়েছে যারা মন্দির বানায় তাঁরা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সাধনেও কতটা তৎপর।
আরও পড়ুনঃ সর্বসম্মতিতে রাজ্যসভায় পাস মহিলা সংরক্ষণ বিল, এবার রাষ্ট্রপতি সই করলেই তৈরি আইন!
লোকসভার বিশেষ অধিবেশনে সুকান্ত মজুমদার বলেন, “কোনও কোনও দেশের পতাকায় চাঁদ আছে আর ভারতের পতাকা চাঁদে আছে। বিরোধীরা এর আগে বারবার বলত, মোদী সরকার শুধু মন্দির তৈরি করে কিন্তু এবার প্রমাণ হয়ে গেল, আমাদের সরকার শুধু মন্দির তৈরি না, বিজ্ঞান ক্ষেত্র নিয়েও আমরা সমানভাবে চিন্তা করি। মাত্র কয়েকটি দেশ এর আগে চাঁদে গিয়েছে। এবার ভারত সফল হল। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা সবচেয়ে কঠিন সেই কাজও করে দেখিয়েছে ভারত।”

সঙ্গে তিনি আরও বলেন, “ভারত এই মুহুর্তে গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ৪১ নম্বরে রয়েছে। ২০১৪ সালে ছিল ৮১ নম্বর স্থানে। মোদীজির উদ্যোগেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী যে কথা বারবার বলেন সেই আত্মনির্ভর ভারতের লক্ষ্যে চন্দ্রযান একটি বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গের উত্তরভাগ সবচেয়ে অবহেলিত অথচ সেখানের বিজ্ঞানীরাও চন্দ্রযানে যথেষ্ট অবদান রেখেছেন।”
মোদী সরকার শুধু মন্দির বানায় না, অধিবেশনে চাঁদ-সাফল্য নিয়ে বিরোধীদের জবাব দিলেন সুকান্ত
এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে লোকসভায় সরব হন সুকান্ত। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন চাঁদে রাকেশ রোশন গিয়েছে। আবার বলেছেন, ইন্দিরা গান্ধীও চাঁদে গিয়েছেন। তাহলে এই হল বাংলার অবস্থা।”