‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?
What did Shah Rukh and the director say about Pathan 2?

নজরবন্দি ব্যুরোঃ পাঠানের সাফল্যের পর এবার এক সাথে সাংবাদিক সম্মেলন করলেন এসআরকে। সেখানে তিনি ছারাও ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, পরিচালক সিদ্ধার্থ আনন্দ। চার জনের মুখেই চওড়া হাসি। সেই হাসি আরও চওড়া যখন উপস্থিত সাংবাদিকেরা এবং অনুরাগীরা আর্জি জানান, ‘পাঠান ২ চাই’।

আরও পড়ুনঃ ৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই

‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?

সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে পরিচালকের আশ্বাস, ‘ইনসা আল্লাহ!’ এর পরেই পরিচালককে প্রশ্ন করা হয় পাঠান ২ কী আসছে? তিনি বলেন, ‘‘পাঠান’ এসেছে। দেখেছে, জয় করে নিয়েছে সবার মন।“ আর এর পরেই মুখ খুলেন বাদশা।

‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?
‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?

বলেন, ‘‘আজ অনেক দিন পরে খুশির দিন এসেছে। আমার জীবনে। আমার পরিবার, আত্মীয়দের জীবনে। এত খুশি এর আগে চট করে হইনি। ‘পাঠান’ যেন নতুন জন্ম দিয়েছে! সিদ্ধার্থ, আদিত্য চোপড়া— সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমায় সুযোগ দেওয়ার জন্য। এই সাফল্য আমার একার নয়। আমরা তিন অমর-আকবর-অ্যান্টনির। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দীপিকা অমর। আমি আকবর। জন অ্যান্টনি।’’

‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?

Pathaan2: ‘পাঠান ২ চাই’! কী বললেন শাহরুখ ও পরিচালক?

তারপরেই আসে ‘পাঠান ২’-এর কথা। শুনেই কিং খানও জানান, ‘ইনসা আল্লাহ’। উল্লেখ্য, টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে ‘পাঠান’-এর একটি সিক্যুয়ালও তৈরি করা হবে। প্রথম ছবির তুলনায় এতে আরও নতুন চরিত্র চরিত্র যুক্ত হবে। একটি সূত্র আরও জানিয়েছে যে ছবিটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ‘পাঠান’-এর টিম সিক্যুয়াল লেখা শুরু করেছে।