৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই

৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই
Badsha is returning to acting with the love of people

নজরবন্দি ব্যুরোঃ বক্স অফিসে সুনামি ডেকে এনেছেন কিং খান। তাঁর রাজকীয় প্রত্যাবর্তনে কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বক্স অফিসে। মুক্তির পাঁচদিনে প্রায় প্রতিদিনই কোনও না কোনও রেকর্ড ভেঙেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সোমবার ছয়দিনে পা দিল এই ছবি।

আরও পড়ুনঃ শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট উত্তর

৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই

মাত্র ৫ দিনেই ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে এই ছবি। ৫ দিনে সারা বিশ্ব জুড়ে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দাবি, এই ছবি ভারতে ব্যবসা করেছে ৩৩৫ কোটি ও ওভারসিজে ২০৭ কোটি টাকা। এই সবের মধ্যে এবার নিজের ফ্যানদের সুখবর দিলেন বলিঊড বাদশা

2 19

তিনি পাঠানের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ফের অভিনয়ে ফিরছেন বলে জানিয়ে দিলেন। সাংবাদিকদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন জনতা জনার্দনের কাছে। তিনি বলেছেন, ‘‘হেরে যাচ্ছিলাম। ভয় পেয়েছিলাম। ভেঙে পড়েছিলাম। আপনাদের ভালবাসা আবার অভিনয় দুনিয়ায় ফিরিয়ে আনল।’’

৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই

৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই

শাহরুখের কথায়, ‘‘ঈশ্বর আমায় বারান্দার টিকিট দিয়েছেন। ভয় পেলে, আনন্দে ফেটে পড়লে সেখানে এসে দাঁড়াই। উল্টো দিকে থাকা জনস্রোত বুঝিয়ে দেয়, কেউ আমায় ছেড়ে যাননি। আমার ভাল সময়ে। আমার খারাপ সময়েও।’’ তিনি আরও বলেন, ‘‘আমায় ভালবাসার প্রচুর মানুষ আছে। সাফল্যের স্বাদ নিতে সবার প্রথমে তাঁদের কাছে এসেই দাঁড়িয়েছি।’’