নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার কলকাতা জুড়ে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের একাধিক জায়গায় ১০ থেকে ১২ টি দলে ভাগ হয়ে চলছে অভিযান। ইডি সূত্রে খবর, আনন্দপুর, ট্যাংরা, আলিপুর, হেস্টিংস, বজবজ এবং মহেশতলা জুড়ে বিরাট অভিযানে নেমেছে তদন্তকারী সংস্থা। কি কারণে শহরজুড়ে ইডির বিরাট অভিযান? তা নিয়ে ক্রমাগত ঘনাচ্ছে প্রশ্নের মেঘ।

আরও পড়ুনঃ SSC-TET Scam: কুন্তলের বাড়ি থেকে ২০২২ টেটের ওএমআর শিট, এখনও চলছে দুর্নীতির চক্র

সম্প্রতি শহরের বেশ কয়েকটি জায়গায় অভিযানে নামতে দেখা যায় আয়কর বিভাগকে। সেবার ২৫০ থেকে ৩০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই ইডির একাধিক জায়গায় অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এই অভিযান? তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট তথ্য 
শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট তথ্য 

তবে আর্থিক দুর্নীতি অথবা আর্থিক তছরুপের মামলাকে সামনে রেখে এই অভিযান, তা অনুমান করা হচ্ছে। কিন্তু একাধিক একযোগে অভিযানের কারণ কী? তা নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে। এদিনের অভিযান থেকে কী বের হয়? সেটাই দেখার।

শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট তথ্য 

শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট তথ্য 
শহরজুড়ে ইডির বিরাট অভিযান, মিলতে পারে বিরাট তথ্য 

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় দুই তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় অভিযান চালায় ইডি। সেই অভিযানের পরেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ইতিমধ্যে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই তো? প্রশ্ন উঠতে শুরু করছে।