নজরবন্দি ব্যুরোঃ এ যেন ঠিক হাত বাড়ালেই পাহাড়। হুজুগে বঙ্গবাসীর ঘোরার নেশাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। আর ১২ ঘন্টায় নয় উত্তরবঙ্গ ভ্রমণ, মাত্র ৭ থেকে ৮ ঘণ্টায় পাবেন পাহাড়ের হাতছানি। অপেক্ষাও আর বেশি দিনের নয়, ৩০ ডিসেম্বর থেকেই সফরে পাড়ি দেবে এই ট্রেন। আজ হয়ে গেল তাঁর ট্রায়াল পর্ব।
প্রধানমন্ত্রী ৩০ তারিখ করবেন উদ্বোধন,তাঁর আগে পরখ করে নেওয়ার পালা। তাই আজ ট্রায়াল রান হল হাওড়া- জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে ছেড়ে মালদহ নির্ধারিত সময়ের বেশ কয়েক মিনিট আগেই পৌঁছে গেল ট্রেনটি। আজ সকাল ১০:৩২ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় হাওড়া থেকে নিউজলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর মিণিট পাঁচেক থেমেই সেখান থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে ফের রওনা দেয়।

আজ ট্রেনে সওয়ার হন রেলের পদস্থ বেশ কয়েকজন আধিকারিক। ট্রায়াল রান হওয়ায় ট্রেনে কোনও যাত্রীই ছিল না। ফলত গেট খোলা বন্ধের বিষয়টিও ছিল না। হাওড়া থেকে মালদহ পৌঁছতে বন্ধে ভারত এক্সপ্রেস এর সময় লাগছে পাঁচ ঘন্টা। এরপর মালদহ থেকে মাত্র তিন ঘন্টার মধ্যে ট্রেন পৌঁছবে নিউ জলপাইগুড়িতে।
মাত্র আট ঘন্টায় পাহাড়ের হাতছানি,আজ বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল পর্ব

আজ দুপুর দেড়টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছবে গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই ট্রেন যে শুধু দ্রুতগামী তাই নয়, থাকছে আধুনিক বন্দোবস্ত। কুয়াশার জন্য এই ট্রেনে প্রয়োজনীয় ব্যবস্থা থাকছে। এখনও পর্যন্ত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সময়সীমা ৮ ঘন্টা বলা হলেও, তাকে আরও কমিয়ে ৭ ঘণ্টায় আনার চেষ্টা করবেন রেলের আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যে ট্রেন চলাচলে বন্দে ভারত এক্সপ্রেস গুরুত্বপূর্ণ সংযোজন তা নিয়ে দ্বিমত নেই কারও।