Healthy Lifestyle: চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন
চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

নজরবন্দি ব্যুরোঃ এই বিষয়টি নিয়ে এখনও অনেক মানুষ কথা বলতে দ্বিধা বোধ করে, কিন্তু এই ব্যাপারে যত খোলামেলা কথা বলবেন ততই এই সমস্যা থেকে বেরতে পারবেন আপনি। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে শারীরিক মিলন। তবে মনে রাখবেন সামান্য ভুলেও ঘনিষ্ঠ সময়ে ছন্দোপতন হতে পারে। কাটতে পারে সুরা আসুন, জেনে নিই যৌন সঙ্গমের সময় কী কী ভুল হয়ে থাকে পুরুষদের তরফে।

আরও পড়ুনঃ মমতাদির লক্ষ্য বাস্তবায়িত করাই কাজ, ‘ঘাসফুলের কানন’ -এ ভরবে ২১ জুলাইয়ের মঞ্চ

বেশির ভাগ পুরুষই যৌন সঙ্গমের সময় চুপ করে থাকেন। এতে কিন্তু হিতে বিপরীত ঘটতে পারে। কারণ মহিলারা অনেক সময়েই ‘ডার্টি টক’ বা আদিরসাত্মক কথাবার্তা পছন্দ করেন। তাই পুরো প্রক্রিয়া নীরবতায় কাটাবেন না।

চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন
চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

মেয়েদের যৌনতার খেলায় সক্রিয় করে তোলা একটু সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তাই ফোর প্লে গুরুত্বপূর্ণ শরীরের ঘনিষ্ঠতায়। প্রেমের আগে যেমন পূর্বরাগ, সঙ্গমের আগেই তেমনই ফোর প্লে। তাই সঙ্গিনীকে উদ্দীপ্ত করে তুলতে কিছুটা সময় রাখুন ফোর প্লে।

চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

শারীরিক মিলন কিন্তু নারী ও পুরুষ উভয়ের উপভোগ্য। তাই দেখতে হবে এই সময়টুকু যেন সঙ্গিনীর কাছেও উপভোগের হয়ে ওঠে৷ বেশির ভাগ সময়েই দেখা যায় নিজের অর্গ্যাজম হয়ে গেলেই পুরুষরা নিস্পৃহ হয়ে পড়েন। বরং খেয়াল রাখুন আপনার সঙ্গিনীরও অর্গ্যাজম বা তৃপ্তি হল কিনা।

চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন
চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

পুরুষদের মধ্যে নিজেদের ইচ্ছে বা অনিচ্ছেকে মহিলার উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। তার ফলে কিন্তু শারীরিক সঙ্গম মেয়েদের কাছে অসহ্য হয়ে ওঠে৷ চেষ্টা করুন সঙ্গিনীর ভাল লাগা বা মন্দ লাগাকেও গুরুত্ব দিতে।

চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

চরম মুহূর্তে সঙ্গিনীকে তৃপ্ত করতে অক্ষম? কি কি ভুল করছেন দেখুন

যৌনতা মানে বাঁধভাঙা উপভোগের সময় ঠিকই। কিন্তু তাই বলে সঙ্গিনীর উপর কর্কশ হয়ে পড়বেন না। বরং কিছুটা পেলবতার ছোঁয়া রাখুন। অথবা, কোনও কঠোরতা চলে এলেও ওই সময়পর্ব পেরিয়ে গেলে কোমলতা আনুন নিজের মধ্যে৷