নজরবন্দি ব্যুরোঃ আবার নোট বাতিল করল কেন্দ্র! এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বিজ্ঞপ্তি দিয়ে পয়লা অক্টোবর থেকে ২ হাজার নোট বাতিলের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কগুলিকেও আর ২ হাজারের নোট না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২ হাজারের নোট মিলবে না এটিএমেও। আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলে নেওয়া যাবে ২ হাজার টাকার নোট।
আরও পড়ুনঃ ‘ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও’, CBI কে হুঙ্কার তৃণমূলের সাধারণ সম্পাদকের
২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। প্রায় ১৮১ কোটি ২ হাজারের নোট তুলে নেওয়া হবে।
আরবিআই জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজারের নোটের আইনি বৈধতা থাকবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ২ হাজারের নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। অর্থাৎ, আপনার কাছে যদি ২ হাজার টাকার নোট থাকে, তবে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ব্যাঙ্কে গিয়ে জমা করতে হবে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আরবিআই সূত্রে খবর, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।
Two Thousand notes withdrawn
বাতিল ২ হাজার টাকার নোট, কিভাবে নোট বদলাবেন? কি বলছে RBI?
কত পরিমাণ ২ হাজার টাকার নোট এক সঙ্গে জমা করতে পারবেন? আরবিআই জানিয়েছে একজন একদিনে সর্বোচ্চ ২০ হাজার টাকা ২০০০ টাকার নোটে জমা করতে পারবেন। তবে ২ হাজার টাকার নোট জমা দেওয়ার সময় কেওয়াইসি এবং প্রয়োজনীয় অন্য তথ্য ব্যাঙ্ককে জানাতে হবে। ২৩ মে থেকে ব্যাঙ্ক এবং আরবিআইয়ের আঞ্চলিক দফতরগুলিতে জমা করতে পারবেন ২ হাজার টাকার নোট।