নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তলের চিঠি মামলায় প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্হা।সেই নির্দেশে পরের দিনই অভিষেককে তলব করল সিবিআই।
আরও পড়ুন: অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?
শনিবার নিজাম প্যালেসে সকাল ১১টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সেই কারনেই বাঁকুড়ার নবজোয়ার কর্মসূচী ছেড়ে কোলকাতায় ফিরছেন অভিষেক। অভিষেকের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী!
কিন্তু এই তলবের ফলে নবজোয়ার কর্মসূচিতে বাধা পরেছে। এদিন বাঁকুড়া ছাড়ার আগে সোনামুখীর জনসভায় সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ”কাল আমি নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে যাব। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও।”
‘ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও’, CBI কে হুঙ্কার তৃণমূলের সাধারণ সম্পাদকের
তিনি আরও বলেন, ”কথা দিচ্ছি, ২২ তারিখ থেকে দশগুণ উৎসাহ, উদ্দীপনা, উদ্যম নিয়ে এই বাঁকুড়ার মাটি থেকেই শুরু করব নবজোয়ার কর্মসূচি।”