নজরবন্দি ব্যুরোঃ আবু ধাবীতে জোড়ালো বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জন। নিহতদের মধ্যে দুই জন ভারতীয় বলে জানা গিয়েছে। একজন পাকিস্তানী বলে খবর। সূত্রে খবর, সোমবার পেট্রোল ট্যাঙ্কে ড্রোনো হামলা চালানো হয়েছে। এর পিছনে সন্ত্রাসবাদী সংগঠন যুক্ত থাকার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ওমিক্রনই শেষ নয়, নিজেকে পরিবর্তন করে আরও ভয়ঙ্কর রূপে আসতে পারে করোনা!
স্থানীয় সূত্রে খবর, আবু ধাবির দুটি জায়গায় পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মুসাফায় মোট তিনটি জায়গায় ড্রোন হামলা চালানো হয়েছিল। ইয়েমেন হাউদিরা ঘটনার দায় স্বীকার করেছে।
#BREAKING Yemen's Huthi rebels announce 'military operations' in UAE as suspected drones set off explosion, fire in Abu Dhabi pic.twitter.com/HX2HOgmWQ2
— AFP News Agency (@AFP) January 17, 2022
এর আগে স্যোশাল মাধ্যমে দ্রুত ভাইরাল আবু ধাবীর তেল ট্যাঙ্কার থেকে ধোঁয়া ওঠার ছবি। কিন্তু কারণ সম্পর্কে অজানা ছিল। এবার সেই সম্পর্কে হাউদির বার্তা এসেছে। আরব দেশে এই হামলার বিবরণ খুব শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন হাউদির মুখপাত্র ইয়াহা সারি।
আবু ধাবীর জোড়ালো বিস্ফোরণে ৩ জনের মৃত্যু, আহত ৬
কিছুদিন আগেই আবু ধাবীর কাছেই সংযুক্ত আরব আমিরশাহির কাছে একটি জাহাজ আটকে দেয় হাউদিরা। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে অবশেষে তা মুক্ত করা সম্ভব হয়।