নজরবন্দি ব্যুরোঃ প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়ল মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত বিমানের চালকের। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন ধরে গেল ওই বিমানে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রীওয়া জেলার চোরহাটায়। সূত্রের খবর, দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিমানের মধ্যে থাকা আরও এক ব্যক্তি। বিমানের ধাক্কা লাগায় ক্ষতিও হয়েছে মন্দিরের একাংশের।
আরও পড়ুনঃ অপেক্ষার দিন শেষ, যোগ্যদের নিয়োগ শুরু করল কমিশন
মধ্যপ্রদেশে পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে প্রশিক্ষণরত পাইলট ওই বিমানটি নিয়ে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। মাঝ আকাশে আচমকাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাটির দিকে নেমে আসতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় বিমানটি সোজা ধাক্কা খায় মন্দিরের চূড়ায়। এর পরই আছড়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। ইতিমধ্যেই তদন্তের জন্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

স্থানীয়রাই এসে ভেঙে পড়া বিমান থেকে পাইলটকে উদ্ধার করেন। তাঁকে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন পাইলটের সহযাত্রী। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? ঘটনার তদন্তে নেমেছে মধ্যপ্রদেশ পুলিশ।
Madhya Pradesh | A pilot died while another was injured after a plane crashed into a temple in Rewa district during the training: Rewa SP Navneet Bhasin pic.twitter.com/KumJTAlALs
— ANI (@ANI) January 6, 2023
গত ৩০ ডিসেম্বর কাঠমান্ডু থেকে কলকাতা গামী বিমানে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়। মৃত যাত্রীর নাম মিহির কুমার সরকার। বিমান যাত্রার মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অতিরিক্ত ঝাঁকুনির কারণে ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে মত চিকিৎসকদের। কাঠমান্ডু থেকে কলকাতা গামী এয়ার ইন্ডিয়ার AI 248 বিমানে মিহির কুমার সরকার কলকাতায় আসছিলেন।
মন্দিরের চূড়ায় ধাক্কা প্রশিক্ষণরত বিমানের, দাউদাউ করে জ্বলল আগুন, মৃত্যু হল পাইলটের
বিমানবন্দর সূত্র মারফত খবর, মাঝ আকাশে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করে। এরপরই পাইলট ATC সঙ্গে যোগাযোগ করে। এর পরেই বিমানটিকে জরুরী অবতরণ করানো হয়। বিমানবন্দরের নিযুক্ত ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন ওই যাত্রীর। তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, যেহেতু তিনি অসুস্থ ছিলেন বিমানে অতিরিক্ত ঝাঁকুনির কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলেই আরও অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে মৃত্যু হয় তাঁর।