Horror Place: ভারতের শীর্ষ ভূতুড়ে জায়গাগুলি! “সাক্ষাৎ যেন মৃত্যুপুরী”

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ আপনি কি প্যারানরমাল জিনিসপত্র নিয়ে ভীষণ ভাবে আগ্রহী? ভুতুরে রহস্যময় এবং অজানা জিনিসপত্রের ওপর আপনার কৌতূহল বেশি তাহলে আপনি ভারতেই এমন কয়েকটি জায়গা পেয়ে যাবেন যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। ভারতে বেশ কয়েকটি স্তান রয়েছে যা ভুতুরে স্তান নামে পরিচিত।

আরও পড়ুনঃ সৎ ছেলের জন্মদিনে আবেগপ্রবণ সুদিপা, “আমি কখনও তোমার মা হয়ে উঠতে পারিনি”

কুলধারা গ্রাম, রাজস্থানঃ
এই গ্রাম বেশ কয়েকজনের কাছে “রাজস্থানের ঘোস্ট ভিলেজ” হিসেবে পরিচিত। এই জায়গা কে বেশিরভাগ মানুষ অভিশপ্ত স্থান হিসেবে বিবেচিত করে। কারণ অনেকের বিশ্বাস এখানে নাকি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত থাকে। এখানে আগে যেই বাসিন্দারা থাকতো তারদের দ্বারা জায়গাটি অভিশপ্ত। এখনও পর্যন্ত এই গ্রাম টিতে কখনও কেউ বাস করতে পারেনি।

রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 
রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 

রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরঃ 
এই বিমানবন্ধরটি নির্মাণের সময় বেশ কিছু লোক সেখানে মারা যায়। ফলে রটনা রয়েছে তাঁদেরই আত্মারা নাকি এখানে রাজ করছে এবং কাউকে টিকতে দেয় না। এটি একটি ভয়ঙ্কর বিমানবন্দর হিসেবে আখ্যা পেয়েছে।

রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 
রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 

ভারতের শীর্ষ ভূতুড়ে জায়গাগুলি! এক ঝলকে দেখে নিন!

রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 
রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 

দিল্লি ক্যান্ট, নয়া দিল্লিঃ
ভারতের রাজধানীতে যে বহু ভুতুরে জায়গা রয়েছে সে কথা অনেকেই জানে। সেখানকার বেশ কিছু সড়ক, রেল লাইন, ক্যাফে, স্কুল এমনকি বিমানপথও ভুতুরে এমনই গুজব রয়েছে। দিল্লি ক্যান্টের পাশে বেশ কিছু জায়গাতে নাকি এক রহস্যময় মহিলাকেও দেখতে পাওয়া যায়। তিনিও অন্যান্য ভুতের মত সাদা পোশাকই পড়েন। এখনও পর্যন্ত অনেক মানুষ তার দেখা পেয়েছেন।

রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা

রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 
রয়েছে আরও বেশ কিছু জায়গা, নিম্নে তার তালিকা 

 

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লিগ টেবিলে সপ্তম স্থানে মুম্বাই, ফের রোহিতকে অধিনায়ক করার ডাক এম আই ফ্যানদের

লিগ টেবিলে সপ্তম স্থানে মুম্বাই, ফের রোহিতকে অধিনায়ক করার ডাক এম আই ফ্যানদের

এমনকী রোহিতকে ‘মুম্বইয়ের রাজা’ বলেও উল্লেখ করা হয়। পুরো ঘটনায় হেসে ভক্তদের দিকে হাত নাড়ান রোহিত। যেন ভক্তদের দাবিকে সমর্থন জানাচ্ছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক।
আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের

আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের

আর মাত্র ৩ দিন পর দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট। যে কারণে একেবারে শেষলগ্নে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সেখানেরই বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
'বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন', লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

২০২১-এর বিধানসভা নির্বাচনে করোনার সময় এই বাংলা বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আট দফায় নির্বাচন করেছিল। ২৪-এ যেখানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসমে এক-দু দফায় ভোট হচ্ছে। সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত পরিযায়ী পাখিরা বাংলায় এসে প্রচার করতে পারে।
যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!

যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক। আর এবার কিন্তু রাজ্যের মানুষ সাক্ষী থাকতে চলেছে চাকরিহারাদের ধর্নার। রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে।
পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চা অনেক দিন হল খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। বিনয় তাঁর গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেন। তার পর সোমবার রাতে এক প্রস্ত ভার্চুয়াল বৈঠকে কোর কমিটি তাঁকে দায়িত্ব দেয় সিদ্ধান্ত নেওয়ার। বিনয়ের কথায়, ‘‘সংগঠনের নেতারা আমার উপর দায়িত্ব ন্যস্ত করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, তৃণমূল ছাড়া যাকে খুশি সমর্থন করা যেতে পারে।’’

Lifestyle and More...