নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকেই সূর্যের প্রখর তাপে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে, তাপদাহের জ্বালায় নাজেহাল রাজ্যবাসী। কিন্তু স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। কিছুক্ষণের মধ্যেই বদলাবে আবহাওয়া, কলকাতাসহ দুই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ ১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় মহাগুরু, বাবা মেয়ের সম্পর্ক নিয়ে আসছে নতুন ছবি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ, কাল এবং পরশু কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এর পাশাপাশি দক্ষিণের জেলাগুলি যেমন দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হাওড়া, হুগলী তেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিংপং , সিকিম, দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, বইবে ঝোড়ো হাওয়া
তবে এই বৃষ্টির যেরে কিছুটা স্বস্তি পেলেও তাপমাত্রার কোন হেরফের হয়নি। ফলে আদ্রতাজনিত গরমে ভুগছে কলকাতাসহ রাজ্যবাসী। আগামী কয়েক দিনের মধ্যেও তাপমাত্রার কোন পরিবর্তন হবেননা জানালো হাওয়া অফিস।