নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই অভিনেতা দেবের সাথে টলিউডে ‘প্রজাপতি’ সিনেমা উপহার দিয়েছিলো মিঠুন চক্রবর্তী। সম্প্রতি তিনি ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শোতে বিচারকের আসনে রয়েছে। ফলে অনেকটা সময়ই কলকাতায় কাটাতে হচ্ছে অভিনেতাকে। প্রায় বহু বছর পর অভিনেতা আবার কলকাতায় পুরো দমে ফিরে এলেন। এবার আবার তাঁকে দেখা যাবে বাংলাদেশী ছবিতে।
আরও পড়ুনঃ নতুন অর্ধবর্ষের শুরুতেই বদলে যাবে জিনিসপত্রের দাম, তালিকায় সিগারেট-স্মার্টফোন
ছবির চিত্রনাট্যকার আব্দুল জাহির জানিয়েছেন মিঠুন চক্রবর্তী নিজে রাজি হয়েছেন এই ছবির জন্য। তিনি গত তিনমাস ধরে ছবির জন্য কথা বলছেন অভিনেতার সঙ্গে। চিত্রনাট্য দেখে মিঠুনের পছন্দ হয়েছে, এ কথাও তিনি জানান। ছবির নাম ‘হিরো’ ।
বাবা মেয়ের সম্পর্ক নিয়ে আসতে চলেছে হিরো। ছবিটিতে বাবা মেয়ের সম্পর্কের দুষ্টু মিষ্টি দিক গুলি তুলে ধরা হবে। ‘অন্যায় অবিচার’ নামে একটি বাংলাদেশী সিনেমায় তিনি এর আগে আত্মপ্রকাশ করেছিলেন, তাঁর পরবর্তীকালে আরও একটি বাংলাদেশী ছবি গোলাপিতে তাঁকে দেখা গেছিল। এবার ফের তৃতীয় বারের মত তাঁর ছবি আসছে।
১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় মহাগুরু, কবে শুরু হবে ছবির শুটিং
চিত্রনাট্যকার জানিয়েছেন সে ইদের আগেই ছবি শুরুর তারিখ জানানো হবে, তবে এর মধ্যে মহাগুরুর আরও কয়েকটি ছবির শুটিং রয়েছে তাই সব কিছুর মধ্যে তিনি সময় যেভাবে বের করতে পারবে সেই সময়ই কাজ হবে ছবির।