সুশান্তের মৃত্যু ও নেপোটিজম নিয়ে এবার কঙ্গনার পাশে মনোজ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ #‌ইন্ডিয়াওয়ান্টসসুশান্তট্রুথ। এই হ্যাশট্যাগে রীতিমতো সক্রিয় মনোজ তেওয়ারি। বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতকে সমর্থন করে তাঁর করা টুইট নিয়ে সোরগোল পড়ে গেেছ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জানার জন্য কেন সোচ্চার মনোজ? উত্তর পাওয়া গেল, তিনি নিজেও যে একইরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন, এবং পরিবার পাশে না থাকলে তিনিও সুশান্তের মতোই আত্মহত্যার পথ বেছে নিতেন।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যু নিয়ে দ্বিতীয় ভিডিও প্রকাশ, চাঞ্চল্যকর উক্তি সুশান্তের আত্মার, দেখুন ভিডিও।

আর ঠিক সেই জায়গা থেকেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের পাশে দাঁড়ালেন মনোজ।বাংলার প্রাক্তন রনজি অধিনায়ক। টুইটারে লিখেছেন, “যাঁরা কঙ্গনাকে আক্রমণ করছেন, তাঁরা নিজেরাই নিজেদের স্বভাব বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, যখন কার্মা (কর্মফল) ভোগ করতে হবে, তখন তা মেনু সাজিয়ে আসবে না। যেটা প্রাপ্য, সেটাই পাবেন। তাই তৈরি থাকুন। সব ফেরত আসবে।” মনোজ নিজের থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সত্যতা জানতে আগ্রহী হয়েছেন। কারণ হিসেবে তিনি জানালেন, ‘কী উজ্জ্বল ছেলে! কত মেধাবী! কিছু দিনেই স্টার হয়ে উঠেছিল।

ওর সঙ্গে প্রতারণা না করলে অল্প সময়ের মধ্যেই সুপারস্টার হয়ে যেত। সেখানে ওকে এইভাবে চলে যেতে হল, ভাবতেই পারছি না! সময় এসেছে সুশান্তের কেস থেকে সবার শিক্ষা নেওয়ার। নেপোটিজম বিদায় নেবে। যোগ্যকে জায়গা দিতেই হবে, এটা বিশ্বাস করি। যোগ্যকে দমিয়ে রাখা যাবে না। তাই খুব জরুরি আসল সত্যটা বেরিয়ে আসার।’ বুধবারই সোশ্যাল মিডিয়াতে সুশান্তের জন্য মোমবাতি মিছিলে অংশ নিয়েছেন মনোজ।

তিনি বলছিলেন, ‘ছোট জায়গা থেকে উঠে আসার যন্ত্রণা বুঝতে হবে। ছোট পরিবার থেকে বড় হয়েছি। তাই উপলব্ধি করতে পারি। সবার মধ্যেই একটা ভাল সত্তা থাকে। কিন্তু ইঁদুর দৌড়ে আমরা সেই ভাল সত্তা হারিয়ে ফেলছি। সেটা আর করতে েদওয়া যাবে না। নিজের কর্মই একদিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে আপনাকে।’

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?

Lifestyle and More...