খাবারের ভেতরে লাফাচ্ছে আস্ত সাপ! ভিডিও প্রকাশ্যে আসতেই চরম ট্রোলড নামী রেস্তোরাঁ
The snake jumping inside the food!

নজরবন্দি ব্যুরোঃ রেস্তোরাঁতে খেতে সব মানুষই ভালোবাসে। কম বেশি আমরা সবাই ই রেস্তরাতে যাই। কিন্তু সেখানে গিয়ে নিজের পছন্দের খাবার অর্ডার করার পর যদি দেখেন তার মধ্যে অদ্ভুদ কিছু লক্ষ করতে পাচ্ছেন তাহলে কেমন লাগবে। তার ওপর যদি সেই জিনিস টি খাবারের মধ্যে থেকেই লাফাতে শুরু করে। তাহলে? এমনই এক ঘটনার সাক্ষী হল এক ব্যাক্তি।

 আরও পড়ুনঃ এবার ধর্নায় বসলেন সন্তানসম্ভবা, কারণ জানলে আঁতকে উঠবেন

সেই ব্যাক্তি রেস্তরাতে গিয়েছিল। অনেকদিন ধরেই সেই নামী রেস্তরার এক স্পেশাল নুডেলসের ওপর তার অনেক দিন ধরেই লোভ ছিল। কিন্তু সেই পছন্দের খাবার খেতে গিয়েই ঘটে গেল বিপত্তি। জানা গেছে ওই ব্যাক্তি ওই রেস্তোরাঁ থেকে গ্রেভি নুডলস অর্ডার দিয়েছিলেন।

খাবারের ভেতরে লাফাচ্ছে আস্ত সাপ! অবিশ্বাস্য ঘটনা ভাইরাল 

তবে প্রথমে খেতে গিয়ে কোন অস্বাভাবিক কিছু লক্ষ করেন নি ওই ব্যাক্তি। এর পর অর্ধেক টা খাওয়ার পর ওই ব্যাক্তি লক্ষ করেন খাবারের মধ্যে সবুজ রঙের একটি কিছু লাফাচ্ছে। সেই দৃশ্য দেখে রীতিমত ঘাবড়ে যায় ওই ব্যাক্তি। তিনি সংবাদ মাধ্যমে জানায় ওই খাবারের মধ্যে জ্যান্ত ব্যাঙ ছিল। যার জেরে ভীষণ রেগে যায় ওই ব্যাক্তি।

খাবারের ভেতরে লাফাচ্ছে আস্ত সাপ! অবিশ্বাস্য ঘটনা ভাইরাল 

খাবারের ভেতরে লাফাচ্ছে আস্ত সাপ! অবিশ্বাস্য ঘটনা ভাইরাল 
খাবারের ভেতরে লাফাচ্ছে আস্ত সাপ! অবিশ্বাস্য ঘটনা ভাইরাল 

ওই ব্যাক্তির নাম ইয়া হাং ওরি। তিনি জন্ম সূত্রে জাপানের বাসিন্দা। তবে কাজের সূত্রে তিনি নাগাসাকি এসেছিলেন। সেখানেই একটি বহু নামী রেস্তরার নতুন আউটলেট খোলা হয়েছিল। ওই রেস্তরার এই কাণ্ড ব্যাক্তি টি পুরোটা ক্যামেরা বন্দি করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ঘটনাটি সামনে আসতেই ওই ব্যাক্তির কাছে ক্ষমা চায় ওই রেস্তরার মালিক। তথ্য সুত্রে জাপানে ওই সংস্থার অন্তত ১০০০ টি রেস্টুরেন্ট রয়েছে। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই ওই রেস্তরার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।