Smriti Irani: কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য, দাবি মন্ত্রী স্মৃতি ইরানির
Smriti Irani on TMC Government

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বরাদ্দ নিয়ে এবার রাজ্যের অভিযোগ খারিজ করলেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর বক্তব্য, কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য। একাধিক তথ্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কিছু বলার আগে নিজেদের কাগজ পরীক্ষা করে দেখে নিক তৃণমূলের নেতারা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী যে দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারবেন না। সেকথাও উঠে এল কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: ভুয়ো নিয়োগ নিয়ে সক্রিয় সিআইডি, একাধিক আধিকারিকদের ভবানীভবনে তলব

এদিন স্মৃতি ইরানি বলেন, নারী ও শিশু কল্যাণে এরাজ্যে ২৬ লাখ টাকা পাঠানো হয়েছে৷ সেটা রাজ্য সরকার খরচ করতে পারেনি৷ কেন রাজ্য নারী ও শিশু শিক্ষা খাতে টাকা খরচা করছে না সে হিসাব রাজ্যকে দিতে হবে। তাঁর কথায়, রাজ্য লিখিতভাবে মুচলেখা দিয়ে স্বীকার করেছে, তারা এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পের খাত থেকে খরচ করেছে৷একইসঙ্গে কংগ্রেসের আমলের তুলনায় বাংলায় মোদি সরকার বেশী টাকা দিছে এমনও কথা বলেন মন্ত্রী। এমনকি রাজ্যে যে দুর্নীতি হয়েছে, তা এড়িয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তোলেন স্মৃতি।

কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য, বিস্ফোরক স্মৃতি 
কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য, বিস্ফোরক স্মৃতি 

তাঁর সংযোজন, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের টাকা এ রাজ্যের সরকার নিজেদের প্রকল্পে খরচ করছিল। আমরা লিখিতভাবে জানতে চাই, কেন প্রকল্পের আইন ভাঙা হচ্ছে। এ রাজ্যের সরকার আমাদের ২০২২ সালে লিখিত দিয়েছে, ওরা আর আইন ভাঙবে না। গাইডলাইন মানবে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনার টাকা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা হিসাবেই খরচ হবে। আইসিডিএস, অঙ্গনওয়াড়ির যত টাকা ভারত সরকার পোষণ প্রকল্পে দিচ্ছে। এটাও লিখিত দেওয়া হয়েছে, এই গাইডলাইন মেনেই চালাবে।

কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য, বিস্ফোরক স্মৃতি 

কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য, বিস্ফোরক স্মৃতি 
কেন্দ্র টাকা পাঠালেও খরচ করে না রাজ্য, বিস্ফোরক স্মৃতি 

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে শাসক দলের নেতাদের বক্তব্য, স্মৃতি ইরানি কিছুই জানেন না। মাঝেমধ্যেই লাফান ছটাং পটাং কথা বলেন। তিনি ভালো মন্ত্রী নন বলেই তাঁর কাছ থেকে মন্ত্রক কেড়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের সংযোজন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একথা বলছেন স্মৃতি। তাঁর অভিযোগে কোনও সারবত্তা নেই।