15th জানুয়ারি, 2026 (বৃহস্পতিবার) - 5:56 অপরাহ্ন
22 C
Kolkata

এসএসকে–এমএসকে শিক্ষকদের বেতন বাড়ল, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর—কে কত টাকা পাবেন?

এসএসকে ও এমএসকে শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর নতুন বেতন কাঠামো—কার বেতন কত হল জানুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিনের অপেক্ষার পরে স্বস্তির খবর রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষক-শিক্ষিকাদের জন্য। স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তাঁদের বেতন ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বেতনবৃদ্ধি ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। রাজ্যজুড়ে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসকে ও এমএসকে-র বিভিন্ন পদে কর্মরত শিক্ষকদের বর্তমান ভাতার উপর নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী কার বেতন কত হল, তা নিচে বিস্তারিত দেওয়া হল।

নতুন বেতন কাঠামো (৩% বৃদ্ধি সহ)

এসএসকে ও এমএসকে মূলত রাজ্যের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণির শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে, যাতে তারা মূলধারার স্কুল শিক্ষার উপযোগী হয়ে উঠতে পারে। প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করার পরেই এই পড়ুয়ারা সাধারণ স্কুলে ভর্তি হয়। বর্তমানে রাজ্যে প্রায় ১৬ হাজার শিশু শিক্ষা কেন্দ্র, দেড় হাজার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং প্রায় ৪০০টি মাদ্রাসা-ভিত্তিক এমএসকে চালু রয়েছে।

তবে শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, দীর্ঘদিন তাঁদের বেতন বাড়েনি, নতুন নিয়োগও হয়নি। সেই কারণেই ২০১৮ সালের শেষ দিক থেকে আন্দোলনে নামেন এসএসকে ও এমএসকের শিক্ষকরা। এবারের বেতনবৃদ্ধিকে তাঁরা আংশিক স্বস্তি হিসেবে দেখলেও, স্থায়ী কাঠামো ও ভবিষ্যৎ নিয়োগ নিয়ে এখনও তাঁদের দাবি পূরণ হয়নি বলেই মত শিক্ষক সংগঠনগুলির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading