রবিবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল SRK-র ‘পাঠান’
SRK's 'Pathan' sets new record at box office on Sunday

নজরবন্দি ব্যুরোঃ পাঠান এই নামটা যেন বলিউডের আকাশে খুশির জোয়ার এনে দিচ্ছে। করণা পরবর্তীকালে বলিউডের একমাত্র ছবি রেকর্ড করে চলেছে বিভিন্ন দিক থেকে। সেই সাথে দীর্ঘ চার বছর পর বলিউড বাদশার কাম ব্যাক। এই ছবি ঘিরে বিতর্ক আলোচনা,বয়কট, সমালোচনা, প্রতিবাদ সবকিছু পেরিয়ে একের পর এক রেকর্ড করে চলেছে প্রতিদিন।

আরও পড়ুনঃ পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

রবিবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল SRK-র ‘পাঠান’
রবিবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল SRK-র ‘পাঠান’

ছবি ছবি মুক্তির প্রথম দিনেই আশা করেছিল ১১০ কোটির। যা ভারতীয় জগতের এক বিরল রেকর্ড। আর আজ রবিবার সারা বিশ্ব জুড়ে এই ছবি পার করল চারশো কোটির গণ্ডি। রেকর্ড বলছে বাদশা এবং দীপিকা অভিনীত প্রথম ভারতীয় ছবি যা সবচেয়ে ছরের গতিতে আড়াইশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।

রবিবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল SRK-র ‘পাঠান’

বলিউড ছবি নিয়ে যারা এনালিস্ট করেন তারা অনুমান করেছিলেন এই ছবির ২০০ কোটি টাকার ব্যবসা করতে পারে। কিন্তু তাদের সমস্ত অগ্রিম ভাবনাকে দূরে সরিয়ে রেকর্ড পরিমাণ বক্স অফিস কালেকশন করেছে এই ছবি।

রবিবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল SRK-র ‘পাঠান’

Pathaan: রবিবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল SRK-র ‘পাঠান’

ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে এই ছবির ব্যবসা করেছে মোট ৪২৯ কোটি টাকা। প্রথম সপ্তাহ বেরোতে এখনো ঢের সময় বাকি। সপ্তাহ শেষে এই ছবি কত টাকা ব্যবসা করতে পারে এখন ভাবনাচিন্তা শুরু হয়েছে বলিউডে।