নজরবন্দি ব্যুরোঃ দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান বহু পুরনো জুটি। একের পর ছবিতে জুটি বেঁধেছেন তারা। আর তাদের জুটি মানেই বক্স অফিসে হিট। এই কথাটি শাহরুখ বা দীপিকা কতটা বিশ্বাস করে? সামনে এলো তাদের মনের কথা।
আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা করিনা? প্রকাশ্যে বেবিবাম্পের ছবি
বলাবাহুল্য দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ছিল ‘ওম শান্তি ওম’। সেই প্রথম ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। বলা যায় অভিনেত্রীর কেরিয়ারের শুরু কিং খানের হাত ধরেই। সেই ছবিরে শাহরুখ এবং দীপিকার জুটি বেশ নজর কেড়েছিল।
এরপর একের পর এক ছবিতে তাদের জুটি বাঁধতে দেখা যায়। সেই তালিকায় রয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এর মত বহু হিট ছবি। সম্প্রতি দুই বিগ বাজেটের ছবি পাঠান এবং ‘জওয়ান’ এও দীপিকাকে দেখা গিয়েছে। অনেকের দাবী এই দুই ছবিতে এই হিট জুটি থাকার কারনেই ছবি হিট হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই তারকাকে প্রশ্ন করা হয়। বক্স অফিসের জন্য ‘লাকি’ শাহরুখ-দীপিকা জুটি? তার উত্তরে দীপিকা বলেন ”এই লাকি কথাটা ভীষণ সহজ। আমার মতে আমাদের মধ্যে সততা বিশ্বাস ও ভরসা সঙ্গে ভালবাসা। এই বিষয়গুলোই কোথাও গিয়ে যেন কাজ করে যায়। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে।
বক্স অফিসের জন্য ‘লাকি’ শাহরুখ-দীপিকা জুটি? জানালেন খোদ কিং খান
শুটিং সেটে যদি আমরা দুই প্রান্তেও থাকি, আমার বিশ্বাস যদি তেমন কিছু ঘটে সবার আগে শাহরুখ খান ঝাপিয়ে পড়বে না। আর সেই বিশ্বাস ভরসা থেকেই আমার এই আত্মবিশ্বাস জন্মায়।” অন্যদিকে শাহরুখ এই প্রশ্নের উত্তরে তিনি এই সমীকরণের নাম ”ভালবাসা” বলেই খান্ত হন।