নজরবন্দি ব্যুরোঃ করিনা কাপুর বর্তমানে দুই সন্তানের মা। তৈমুর এবং জাহাঙ্গীরের। ২০১৬ সালে তার কোল আলো করে আসে প্রথম সন্তান তৈমুর আলি খান। এর ঠিক পাঁচবছর পর দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলি খানের জন্ম হয়। আবার মা হতে চলেছেন অভিনেত্রী? এই প্রশ্ন বেশকিছু সময় ধরেই অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুনঃ কমছে সিরিয়াল সংখ্যা, অল্পদিনের আয়ু! তবে কী কয়েকবছরে চিরতরে হারিয়ে যাবে বাংলা ধারাবাহিক?
সম্প্রতি সুহানা খান ও কিয়ারা আডবাণীর সঙ্গে একটি শোতে অংশগ্রহন করেছিলেন তিনি। সেখানে তিনি একটি কালো রঙের বডিকন পোশাক পড়েছিলেন। সেই পোশাক পরিহিত অবস্থায় করিনাকে দেখে অনেকের মনে হয়েছে তিনি ফের মা হতে চলেছেন।

সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। তবে এই ব্যাপারে কিন্তু এখনও মুখ খোলেননি করিনা কাপুর। ফলে ঘটনাটি সত্য নাকি তা নিয়ে গুঞ্জন রটছে তা এখনও সামনে আসেনি। তবে এই নিয়ে চলছে জোর গুঞ্জন। নেটিজেনদের একাংশের দাবী তিনি হয়তো কিছু লোকাতে চাইছেন তাই এই বিষয়ে এখনই কাউকে কিছু জানাচ্ছে না।
অন্তঃসত্ত্বা করিনা? সামনে আসল তথ্য
তবে এই প্রথম নয় এর আগেও করিনা কাপুর মা হচ্ছেন তৃতীয়বারের জন্য এই নিয়ে গুঞ্জন রটেছিল। তবে সেই সময় করিনা জানান । তাকে দেখে যেটা বেবি বাম্প মনে হচ্ছে সেটা আসলে পাস্তা ও ওয়াইন খাওয়ার ফল। চলতিমাসের ২১ তারিখ করিনার জন্মদিন। তাই সেই উপলক্ষে স্বামী এবং দুই ছেলের সঙ্গে বিদেশভ্রমনে বেড়িয়েছেন।