কমছে সিরিয়াল সংখ্যা, অল্পদিনের আয়ু! তবে কী কয়েকবছরে চিরতরে হারিয়ে যাবে বাংলা ধারাবাহিক?
Bengali series future is on the way to the end

নজরবন্দি ব্যুরোঃ বাংলা সিরিয়ালের অবস্থা কিন্তু খুব শোচনীয়। খুব ভাল করে লক্ষ্য করলে বুজতে পারবেন বেশ কয়েক বছর আগের ধারাবাহিকের সংখ্যার সঙ্গে কিন্তু এখনকার ধারাবাহিকের সংখ্যার আকাশপাতাল তফাৎ। শুধু তাই নয় বর্তমানে ধারাবাহিকগুলির মেয়াদও খুব বেশী নয়। তবে কি বাংলা ধারাবাহিকগুলির ভবিষ্যৎ অন্ধকারের পথে?

আরও পড়ুনঃ নতুন অতিথি এল গৌরব-ঋদ্ধিমার ঘরে, খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে

কিন্তু ঠিক কোন কারনে বাংলা সিরিয়ালের অবস্থা এমন শোচনীয় হয়ে যাচ্ছে। নেপথ্যে কারন কী? সম্প্রতি প্রথম সারির এক নিউজ চ্যানেলের তরফ থেকে সিরিয়াল ইন্ডাস্ট্রির একাংশের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানেই জানা যায় আসল কারন।

Bengali Serial: কমছে সিরিয়াল সংখ্যা, অল্পদিনের আয়ু! তবে কী কয়েকবছরে চিরতরে হারিয়ে যাবে বাংলা ধারাবাহিক?

এই বিষয়ে প্রযোজক-পরিচালক-লেখক লীনা গঙ্গোপাধ্যায় জানান “প্রথমত, আমার ধারণা ছিল না যে, সিরিয়ালের সংখ্যা অনেকটা কমেছে। তবে ফিকশনের পরিবর্তে বেশ কিছু নন-ফিকশন শো এসেছে তার জায়গায়। এ বার যে চ্যানেলগুলিতে যখন রিয়্যালিটি শো চলছে, তখন অন্য চ্যানেলে সিরিয়াল চললে কিছু তো পার্থক্য হয়ই। কার্রণ অনেকেরই আগ্রহ থাকে নন-ফিকশন শোয়ের জন্য। সেই জন্যই কি এমনটা হচ্ছে, প্রশ্ন আমারও।”

কমছে সিরিয়াল সংখ্যা, অল্পদিনের আয়ু! কারন জানা গেল অবশেষে

Bengali Serial: কমছে সিরিয়াল সংখ্যা, অল্পদিনের আয়ু! তবে কী কয়েকবছরে চিরতরে হারিয়ে যাবে বাংলা ধারাবাহিক?

এই বিষয়ে জি বাংলার ক্লাস্টার বিজনেস হেড সম্রাট ঘোষ জানান “আমাদের প্রাইম টাইম শো কিন্তু একই আছে। সপ্তাহে সাত দিনই সিরিয়াল সম্প্রচারিত হয়। সপ্তাহান্তে নন ফিকশন শো হয়। সে সময় একটু এ দিক-ও দিক করে চালানো হয় সিরিয়াল।’’ তিনি আরও যোগ করেন ‘‘করোনা পরিস্থিতির সময় শুটিং বন্ধ ছিল। তাই সিরিয়ালের সংখ্যাও একটু কমেছিল। তবে এখন আবার পুরনো পরিস্থিতি ফিরে এসেছে। সত্যিই যদি এই পরিস্থিতি হয়, তা হলে আমাদের গল্প বলার ধরন নিয়ে ভাবতে হবে।”