Shah rukh khan: স্বপ্ন হল সত্যি, শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হল ক্যান্সার আক্রান্ত শিবানীর

স্বপ্ন হল সত্যি, শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হল ক্যান্সার আক্রান্ত শিবানীর
srk meet virtual with her cancer patient fan

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত শিবানীর কন্যা প্রিয়া চক্রবর্তী টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। প্রিয়া চক্রবর্তী ছোট থেকেই পাগলের মত শাহরুখ ভক্ত। তিনি সেই ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন যে তার মা ক্যানসার আক্রান্ত এবং সে চায় শাহরুখের সঙ্গে একটি বার দেখা করতে।

আরও পড়ুনঃ কেন কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই রাতারাতি বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল, অবশেষে সামনে এলো

তার এই আবদার করা ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অসুস্থ প্রৌঢ়া শিবানীর এমন ইচ্ছার কথা শুনে সামাজিক মাধ্যমের সবাই আবেগপ্রবণ হয়ে যান এবং সবাই পোস্টটি প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে শাহরুখের কাছে সেই বার্তাটি পৌঁছে যায়। সকলেই অনেক করে প্রার্থনা করতে থাকে যাতে একটি বার তার সাথে শাহরুখের সাথে তার দেখা হয়।

Shah rukh khan: স্বপ্ন হল সত্যি, শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হল ক্যান্সার আক্রান্ত শিবানীর

তবে অবশেষে তার স্বপ্ন সত্যি হল। বেশি দিন অপেক্ষা করতে হল না শিবানীকে। কয়েকদিনের মধ্যেই স্বপ্ন হল সত্যি। অবশেষে সেই বার্তা পৌঁছে গেল শাহরুখের কাছে। সূত্রের খবর অভিনেতার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে যোগাযোগ করা হয় এই ব্যাপারে। তাঁকে তার ওই ভিডিওর লিঙ্ক পাঠানো হয়।

স্বপ্ন হল সত্যি, ভিডিও কলে শাহরুখের সঙ্গে কথা বললেন শিবানী 

Shah rukh khan: স্বপ্ন হল সত্যি, শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হল ক্যান্সার আক্রান্ত শিবানীর

অবশেষে সেই ডাকে শাহরুখ নিজের থেকে সাড়া দেন। শিবানীর সঙ্গে ভিডিও কলে কথা হয় তার।
সোমবার রাতে দুজন কথা বলে ভিডিও কলে। শুধু তাইনয় শিবানীর মেয়ে প্রিয়া জানান “শাহরুখ খানের সঙ্গে মায়ের বিস্তারিত কথা হয়েছে। তিনি আমার সঙ্গেও কথা বলেছেন। স্যর, বলেছেন মায়ের জন্য তিনি প্রার্থনা করবেন। মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন শাহরুখ খান।” এমনকি কলকাতায় আসলে তিনি দেখা করবেন সামনা সামনি এমনটাও জানান।