‘রেডি টু ফ্লাই সুন’ , হাসপাতাল থেকে বেড়িয়ে বার্তা মহারাজের।

নজরবন্দি ব্যুরো: বেহালার বাড়িতে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়িতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কথা বলেন। এরপর ঢুকে যান তিনি। হাসপাতাল থেকে একজন চিকিৎসক এবং ৪ জন স্বাস্থ্যকর্মী তাঁর সঙ্গে এসেছেন। ঘরে ফিরেই সাংবাদিকদের তিনি বলেন, ‘আই অ্যাম রেডি টু ফ্লাই’ ।
আরও পড়ুন: ট্রাম্প সমর্থককারীদের হামলায় রণক্ষেত্র ক্যাপিটাল বিল্ডিং
বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় নিজের মেরুন BMW-তে বেহালা রওনা দেন দাদা। হাসপাতাল থেকে বেরিয়েই তিনি চিকিৎসকদের থেকে শুরু করে সাংবাদিক বন্ধুদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন ‘উডল্যান্ড হাসপাতালকে ধন্যবাদ, ধন্যবাদ সরোজ মন্ডল, রূপালী বাসু, দেবী শেঠি। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। আমি উড়তে তৈরি। খুব ভালো আছি। যাঁরা এতদিন আমার জন্য এখানে অপেক্ষা করলেন তাঁদের ধন্যবাদ।
রেডি টু ফ্লাই সুন , আজ সকালেই ইইজি করানো হয় সৌরভের। সেখানে তাঁর রিপোর্টই ভালো বলে আশ্বস্ত করেছেন ডাক্তাররা। এমনকি কোনও সমস্যা হচ্ছে না ‘দাদার’। খাওয়াদাওয়া, ঘুম কোনও বিষয়েই দুশ্চিন্তার কিছু নেই বলে ডাক্তারেরা জানিয়েছেন। সৌরভের বাড়ির সদস্যদের সঙ্গেও ডাক্তারেরা এনিয়ে আলোচনা করে জানিয়েছেন, এখন তাঁকে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু হঠাৎ তিনি নিজে সিদ্ধান্ত নেন যে আরও একটা দিন হাসপাতালে থেকে যাবেন তিনি। সম্ভবত ভিড়ের কারণে এই সিদ্ধান্ত। আরও একদিন হাসপাতালে থাকতে চান সৌরভ। এমনটাই জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা হাসপাতাল জুড়ে পুলিশের কড়া পাহারা ছিল।
মঙ্গলবার সৌরভ ভক্ত তথা অনুগামীদের চিন্তামুক্ত করে নামজাদা ডাক্তার, দেবি শেঠী জানিয়ে গিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক এখন সম্পূর্ণ বিপন্মুক্ত। সৌরভকে দেখে আসার পরে তিনি সাংবাদিকদের সামনে বলে যান, ‘‘সৌরভের হৃদ্যন্ত্রের বিন্দুমাত্র কোনও ক্ষতি হয়নি। কুড়ি বছর বয়সে যেমন শক্তিশালী ছিল, তেমনই আছে। সৌরভ এখনও প্লেন চালাতে পারেন, ম্যারাথন দৌড়তে পারেন, প্রয়োজন হলে আবার ক্রিকেটও খেলতে পারেন।’’
রেডি টু ফ্লাই সুন , দেবি শেঠী আরও বলেন, ‘‘সৌরভের করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। যা যে কোনও মানুষেরই দেখা দিতে পারে জীবনের কোনও না কোনও সময়ে।” তবে চিকিৎসক জানিয়েছেন, বুধবার বাড়ি ফিরে গেলেও এখন তাঁকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে খুব একটা বেরোনো চলবে না। তবে ডাক্তারেরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বাধা নেই বলে জানিয়েছেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি মনে করেন বোর্ডের বা আইসিসি-র কোনও সভায় বাড়ি থেকে যোগ দেবেন, তা তিনি পারবেন।