নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের খুলনার মেয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়। কলকাতায় তার আসা নিছকই ঘোরার জন্য। কিন্তু এই কলকাতা ঘুরতে এসেই যে তার জীবন এভাবে পালটে যাবে। তা বোধহয় অভিনেত্রী নিজেও টের পাননি। তিনি তার বাবার কাছে জেদ করেছিলেন যে তিনি কলকাতা ঘুরতে যাবেন। ব্যাস্ত তারপরেই শুরু হয়ে গেল তার টলিপাড়ায় কাজ করা।

আরও পড়ুনঃ ক্যাটরিনার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক কেমন? সামনে আনলেন ভিকি

টলিউডের প্রবীণ অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। টলিপাড়ায় কাটিয়ে ফেলেছেন তিনি প্রায় ৬০ বছর। তাই অভিনয় থেকে শুরু করে তার রুপেও মুগ্ধ ছিলেন সকলে। তাহলে কেন তিনি কোনদিন বিয়েই করলেন না। তার অনুরাগীদের মনে এই প্রশ্ন বারবার দানা বাঁধে এবার তাই খোলসা করলেন অভিনেত্রী।

"আমি বারবার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি" কারন খোলসা করলেন অভিনেত্রী
“আমি বারবার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি” কারন খোলসা করলেন অভিনেত্রী

ইন্ডাস্ট্রির সকলে মনে করেন মহানায়ক উত্তমকুমারকে তিনি মনে মনে খুব পছন্দ করতেন। শুধু তাই নয় তিনি তাকে খুব ভালোও বাসতেন। তাদেরকে পর্দায় দর্শকরা দেখতে বেশ পছন্দ করতেন। তাদের দুজনের একসঙ্গে বহু সিনেমা রয়েছে। শুটিং ফ্লোরেই নাকি অভিনেতার প্রেমে পড়েছিলেন তিনি। এমনকি উত্তম কুমারেরও খুব কাছের ছিলেন সাবিত্রী। তিনি তাকে সাবু বলে ডাকতেন।

“আমি বারবার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি” কারন খোলসা করলেন অভিনেত্রী

Sabitri Chatterjee: "আমি বারবার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি" বিয়ে না করার কারন জানালেন সাবিত্রী

বেশ কিছু বছর আগে ‘দিদি নম্বর ১’ এ এসেছিলেন সাবিত্রী। সেখানে এই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রীকে প্রশ্ন করে বসেন কেন সাবিত্রীদেবী এখনও বিয়ে করেননি। এই প্রশ্নের উত্তরে সাবিত্রী জানিয়েছিলেন “যখনই যাঁর সঙ্গে প্রেম করতে যাই, তখনই তাঁর একটা করে বৌ থাকে। জীবনে কাউকে খালি পেলাম না। এখনও যদি কোনও খালি অর্থাৎ একা মানুষকে পাই অবশ্যই বিয়ে করে নেব।” তাহলে কি অভিনেত্রী উত্তম কুমারকেই বোঝাতে চাইলেন? এই প্রশ্নই অনুরাগীদের মনে জাগে ভিডিওটি সামনে আসলেই।