Sania-Shoeb: বিচ্ছেদ জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত সানিয়া- শোয়েব মালিকের, সবাই অবাক

বিচ্ছেদ জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত সানিয়া- শোয়েব মালিকের, সবাই অবাক
Sania-Shoeb Malik's big decision amid separation speculations

নজরবন্দি ব্যুরোঃ শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় ভারত, পাকিস্তান। শোয়েব পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই সানিয়া দূরে সরেছেন বলে অভিযোগ। সম্প্রতি সানিয়া, শোয়েবের ঘনিষ্ঠ বন্ধু এই জুটির বিচ্ছেদের বিষয়ে সিলমোহর দেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপে নিজের দল নিয়ে মুখ খুললেন মেসি, কি বললেন তিনি?

তবে সানিয়া, শোয়েবের বিচ্ছেদ হয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না। এর চেয়ে বেশি কিছু তিনি আর কিছু বলবেন না বলে জানান সানিয়া, শোয়েবের ওই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু হটাৎ করেই সব কিছু যেন পাল্টে গেল এই এই সেলেব দম্পতির জিবনে। সব্বাইকে চমকে দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সেলিব্রিটি জুটি টেনিস টেনিস তারকা সানিয়া মির্জা ও প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক

বিচ্ছেদ জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত সানিয়া- শোয়েব মালিকের, সবাই অবাক

ডিভোর্স ফাইলে গুঞ্জনের মধ্যেই ঘোষণা করলেন তাঁদের রিয়ালিটি শো। যে শো-য়ে সঞ্চালকের ভূমিকায় একসঙ্গে আসতে চলেছে স্বামী-স্ত্রী। শো-য়ের নাম ‘দ্য মির্জা মালিক শো’।

বিচ্ছেদ জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত সানিয়া- শোয়েব মালিকের, সবাই অবাক

বিচ্ছেদ জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত সানিয়া- শোয়েব মালিকের, সবাই অবাক

Sania-Shoeb: বিচ্ছেদ জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত সানিয়া- শোয়েব মালিকের, সবাই অবাক

শো-য়ের পোস্টার ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে ওই ওটিটি প্ল্যাটফর্মের অফিসিয়াল পাতা থেকে। তবে বিচ্ছেদ? সে সবের লেশমাত্র নেই। এরপরেই প্রশ্ন জেগেছে, তবে কি বিচ্ছেদের গুঞ্জন আদপেই গুঞ্জন নাকি ‘পাব্লিসিটি স্টান্ট’।