হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সলমন, দেখতে এলেন তাঁর প্রাক্তন প্রেমিকা

নজরবন্দি ব্যুরোঃ বড়দিনের রাতে নিজের ফার্ম হাউস সাপের ছোবল খেয়েছিলেন বলিউড স্টার সালমান খান। আজ তাঁর ৫৬ তম জন্মদিন। আর এই জন্মদিনে কিভাবে নিজের ফার্ম হাউসে তাঁকে সাপে কেটেছিল সেকথা সকল কে জানিয়েছিলেন তিনি। । সেদিন রাতে ঠিক কি হয়েছিল? সালমানের কথায় বড়দিনের রাতে বন্ধুদের সঙ্গে নিজের ফার্মহাউসে বসে আড্ডা মারছিলেন ভাইজান তাঁর বন্ধুদের সাথে সেখানেই ঘটেছিল বিপত্তি। তবে এই খারাপ সলমনের সঙ্গ ছাড়েননি তাঁর প্রাক্তন প্রেমিকা।

আরও পড়ুনঃ ঠিক কিভাবে সাপে কেটেছিল? নিজের জন্মদিনে তা জানালেন ভাইজান #HappyBirthdaySalmanKhan

গত শনিবার রাত্রে যখন গোটা বিশ্বের মানুষ ক্রিসমাস ইভ উৎযাপনে মাতোয়া হয়ে উঠেছিল ঠিক সেইসময়েই বড়সড় বিপর্যয় নেমে এসেছিল সলমন খানের জীবনে। সাপের কামড়ে জখম হতে হয়েছিল সকলের প্রিয় ভাইজান কে। তবে সেই সাপটি খুব একটা বিষাধর না থাকায় এ যাত্রায় বেঁচে যান তিনি যারফলে হাঁফ ছেড়ে বেঁচেছে তাঁর অনুগামীরা। তবে ভাইজানের এই দুঃসময়ে পাশে দাঁড়াতে ভোলেননি তাঁর প্রাক্তনী।

বিশেষ সূত্র অনুযায়ী জাআনা গিয়েছে, মুম্বাই হাসপাতালে বেশ কয়েক ঘণ্টা  চিকিৎসা চলার পর সকাল ৯ টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান সলমন। এরপরেই তাঁর জন্মদিন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ভাইজানের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন বলিপাড়ার বহু তারকা।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সলমন, এলেন  প্রাক্তন প্রেমিকা

Mah: Salman Khan suffers snake bite at his farm house
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সলমন, দেখতে এলেন তাঁর প্রাক্তন প্রেমিকা

সেখানে ববি দেওল থেকে শুরু করে ইব্রাহিম আলি খান, নিখিল ত্রিবেদী সহ হটাৎ সকলের নজরে আসেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি কে।  তবে অনেকেই বলছেন সলমন কে দেখতে আশার থেকে শুধুমাত্র তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে অংশ নিতেই হাজির হয়েছিলেন সঙ্গীতা তবে আবার অনেকেই বলছেন মূলত সলমন কে দেখার জন্যই সেখানে উপস্থিত ছিলেন তিনি। তবে সঙ্গীতা একা নন জানা গিয়েছে ভাইজানের আরগ্য কামনা করেছেন খোদ ভিকি পত্নী ক্যাটরিনা কাইফ।