নজরবন্দি ব্যুরো: পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গায়কের হত্যার দায় নিজের কাধেই নিয়েছে গ্যাংস্টার। তারই মধ্যে বলিউডের ভাইজান সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে বিষ্ণোইয়ের হিট লিস্টে সলমন ছাড়াও রয়েছে মোট দশজন। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুর্সির দাবিদার কে? মমতা-কেজরি বৈঠকের আগে জল্পনা উসকে দিলেন পাওয়ার
সূত্রে খবর, গ্যাংস্টার বিষ্ণোই ইতিমধ্যেই এনআইএ-কে নিজের হিটলিস্ট নিয়ে জানিয়েছে। সেই তালিকায় প্রথম নামটি সলমন খানের। এরপরই রয়েছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার শগুনপ্রীত, মনদীপ ধালিওয়াল, কয়েকজন গ্যাংস্টার- কৌশল চৌধুরী, অমিত ডাগর, লাকি পাতিয়াল, গ্যাং লিডার সুখপ্রীত সিং বুদ্ধ, গান্ডার গ্যাংয়ের হেনচম্যান রুমি মাসানা, গুরপ্রীত শেখো। ভোলু শুটার, সানি লেফটি, অনিল লাঠ।

সলমন খানের আইনজীবী হস্তিমাল সরস্বতকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। কয়েকমাস আগে তাঁর অফিসের বাইরে একটি চিঠি উদ্ধার হয় সেখানে লেখা ছিল, “শত্রুর বন্ধু আমাদের শত্রু। উ রক্ষা পাবে না। মুশেওয়ালার সঙ্গে যা ঘটেছে, তোমার সঙ্গেও তাই ঘটবে!” এরপর থেকে উদ্বিগ্ন আইনজীবী ও তাঁর পরিবার।আইনজীবী হস্তিমাল সরস্বত অভিনেতার কৃষ্ণসার হরিণ শিকারের মামলা লড়ছেন। উল্লেখ্য, সলমন খানকে একাধিক বার খুনের হুমকি দেওয়া হয়েছে। এরপরই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রাণনাশের হুমকির মাঝেই কলকাতা সফরে এসেছিলেন ভাইজান। সেইসময়েও তাঁর নিরাপত্তা ছিল আঁটোসাঁটো।
গত বছর অর্থাৎ ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় আততায়ীদের গুলিতে নিহত হন সিধু মুসেওয়ালা। চলন্ত অবস্থায় গাড়ির ভিতরেই তাঁকে লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি চালানো হয় বলে খবর পুলিশ সূত্রে। সেইসময় লরেন্স বিষ্ণোই হত্যার দায় নেয়। প্রয়াত গায়কের বাবা জানিয়েছিলেন মৃত্যুর কয়েকদিন আগে থেকেই হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। এছাড়া, সিধু মুসেওয়ালা কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ঘটনার একদিন আগেই পাঞ্জাবের আপ সরকার মুসেওয়ালা সহ ৪২৪ জনের পুলিশি নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়।
Salman Khan একা নয়, আর কারা আছেন বিষ্ণোইয়ের হিট লিস্টে?
