নজরবন্দি ব্যুরো: অবশেষে ১৩ বছর পর টাইগার ইন টাউন! মুম্বই থেকে উড়ান সফরে তিলোত্তমায় এসে পৌঁছান সলমন খান! জানা যাচ্ছে, শুক্রবার মধ্যরাতেই কলকাতায় পা রাখেন সলমন খান। সেই সময়ও ভাইজানকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে! তাঁর গাড়ির সামনে বিপুল জনতার ভিড়! বহুদিন ধরে কলকাতায় ভাইজানকে এক ঝলক দেখতে, একবার ছোঁয়ার আকাঙ্ক্ষায়, ছবি তোলার বাসনায় অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটল।
আরও পড়ুন: Aryan Khan: বাবার মত নয়! বাবার থেকেও বড় হতে চান আরিয়ান!
সূত্রের খবর, ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যেই শহরে এসেছে ভাইজান। তবে এদিন সন্ধ্যাবেলার ধামাকার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলিউডের জনকপ্রিয় সলমন খান। জানা যাচ্ছে, দুপুরে মধ্যাহ্নভোজন সেরেই কালীঘাটে যাবেন ভাইজান। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারবেন তিনি। এও জানা যাচ্ছে যে, সাক্ষাৎ শেষে দুজনে মিলে প্রেস ব্রিফিংও করতে পারেন।

তবে এদিন কালীঘাটে অভিনেতা সলমনের জন্য থাকছে বিশেষ মিষ্টিও। যদিওবা বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। তবে তাতে অবশ্য জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি ভাইজানের। আজ ১৩ বছর পরেও সলমনের কলকাতা সফর ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। তাছাড়াও এদিন অনুষ্ঠানে ভাইজানের সঙ্গে হাজির থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রন্ধাওয়া, প্রভু দেবা, পূজা হেগড়ে, আয়ুষ শর্মা, সুনীল গ্রোভার, মনীষ পল ও কামাল খান।
প্রসঙ্গত, শনিবার ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করতে চলেছেন সলমন খান। সন্ধে ৬টায় সেই অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই সলমন সোজা পৌঁছে যাবেন ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। সেখানেই হবে অনুষ্ঠান। ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও ভাইজানকে সংবর্ধনা দেওয়া হবে। তাঁকে লাইফটাইম মেম্বারশিফ দেওয়া হবে বলে খবর। অন্যদিকে সলমন খানের কলকাতা সফর ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।