Zee Bangla: শাশুড়ি-বৌমার একত্রে সাধ ভক্ষণ, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

শাশুড়ি-বৌমার একত্রে সাধ ভক্ষণ, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়
sadh-bhakhan funny video in lakshmi kakima-superstar

নজরবন্দি ব্যুরোঃ বাংলা সিরিয়াল মানেই অদ্ভুত চমক। কখনও উড়ন্ত সিঁদুর তো কখনও জোড়ায় জোড়ায় হানিমুন কত বিচিত্র ঘটনাই ঘটে নিত্যদিন। তবে প্রথম থেকেই নজর কেড়েছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। যেমন নামে সাদৃশ্য তেমনই মজার মজার কাণ্ড দিয়ে সাজানো এই বাংলা ধারাবাহিক। অভিনেতা অভিনেত্রীদের তালিকায় যেখানে রয়েছে অপরাজিতা আঢ্য ও দেবশঙ্কর  হালদারের মতো প্রসিদ্ধ ব্যক্তিদের নাম, সেখানে তো কিছু ব্যতিক্রমী ঘটবেই। আর এবার ভাইরাল হল তাঁর প্রোমো ভিডিও। কি আছে সেখানে?

আরও পড়ুনঃ কালো পোশাকে উপচে পড়ছে স্বস্তিকার যৌবন, হটনেস দেখে কি বললেন মীর?

বর্তমানে ধারাবাহিকের এসেছ নতুন ট্র্যাক। যা নিয়ে চটুল আনন্দে মেতেছেন দর্শকেরা। এই মুহূর্তে ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে, চল্লিশ উর্দ্ধ লক্ষ্মী কাকিমা আবার ‘মা’ হতে চলেছেন। তবে অনেকেই ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন লক্ষ্মী কাকিমা। কিন্তু  একেবারেই তা নয়, সত্যিই বেশি বয়সে আবারও সন্তানের মুখ দেখতে চলেছেন লক্ষ্মী কাকিমা। এই বয়সে প্রেগন্যান্ট দেখানো নিয়ে ব্যাপক ট্রোলড হতে হয়েছে ধারাবাহিকটিকে।

শাশুড়ি-বৌমার একত্রে সাধ ভক্ষণ, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়
শাশুড়ি-বৌমার একত্রে সাধ ভক্ষণ, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

তিন সন্তানের মা লক্ষ্মী। দুই পুত্রের বিবাহ হয়েছে, এক কন্যা বিবাহ যোগ্যা। এই অবস্থায় পরিবারের নতুন সদস্য আসা নিয়ে স্বাভাবিক ভাবেই এক তুমুল কাণ্ড শুরু হয়েছে। বড় পুত্রবধূ একই সঙ্গে অন্তঃসত্ত্বা। ফলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বৌমার সঙ্গে একসাথে বসে ৭ মাসের সাধ ভক্ষণ করছে লক্ষ্মী কাকিমা। ছবি দেখে বোঝাই যাচ্ছে ধারাবাহিকের মজার টুইস্ট আসতে চলেছে।

শাশুড়ি-বৌমার একত্রে সাধ ভক্ষণ, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

lkl qwe

দর্শকের থেকেও পাওয়া গেছে বিচিত্র প্রতিক্রিয়া। কেউ একেবারেই মেনে নিতে পারেননি আবার কেউ পেয়েছেন নিখাদ মজা। দর্শকের একাংশের মতে , ‘নোংরামিতে ভরে গেছে বাংলা সিরিয়াল’। আবার একদল দর্শক বলেছেন, ‘কে কোন বয়সে মা হবে তা কী সমাজ ঠিক করে দেবে’? তবে সিরিয়ালের লেখক জানেন আগামী দিনে ঠিক কোন বার্তা দিতে চান দর্শককে, তার জন্য নজর রাখতে হবে জী বাংলার পর্দায়।