নজরবন্দি ব্যুরো: ফের বড়সড় নিয়ম বদল হল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। এই প্রথমবার অনলাইন পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে বলেই অধীনস্থ স্কুলগুলিকে এমনই নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ, Bidyut Chakraborty-র বিরুদ্ধে থানায় FIR দায়ের
এপ্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “২০২৪ সালে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর স্কুলগুলিকে অনলাইনেই এই নম্বর জমা করতে হবে। তাছাড়াও প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে।” পাশাপাশি এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।

প্রসঙ্গত, এর আগেও অনলাইন পদ্ধতিতে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চালু করেছিল সংসদ। ইতিমধ্যেই স্কুলগুলির স্বীকৃতির পুনর্বীকরণ থেকে শুরু করে নতুন বিষয় চালু করার, কো-এড করার অনুমতি, ভাষা মাধ্যমের পরিবর্তন বা সংযোজন, স্কুলের নাম ও ঠিকানা বদল সহ একাধিক ধরনের বিষয় আবেদন জানানোর জন্য চালু করা হয়েছে অনলাইন পোর্টাল।
বড়সড় নিয়ম বদল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়, কি বলল সংসদ?
অনাইলেনে নম্বর দেওয়ার প্রসঙ্গে সংসদের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। তার জন্য পূর্ব নির্ধারিত বিতরণকেন্দ্রগুলি থেকে ২৯ নভেম্বর স্কুলগুলিকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে। এছাড়াও কিভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে তাও সংসদের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।