নজরবন্দি ব্যুরো: ঘর আলো করে এল নতুন অতিথি। শনিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান উভয়েই সুস্থ আছে। খুশি গোটা চক্রবর্তী পরিবার। যেহেতু একদিকে, সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের এক মেয়ে। তাই এবার গৌরব হলেন পুত্র সন্তানের বাবা। যেন একটি গোটা বৃত্ত সম্পন্ন হল।
আরও পড়ুন: Arrest: পথ কুকুরকে ধর্ষণের ভিডিও ক্যামেরাবন্দী, ফের একই কুকীর্তি করতে গিয়ে গ্রেফতার অভিযুক্ত
ঋদ্ধিমা-গৌরবের ইনস্টাগ্রামে নজর দিলেই বোঝা যাবে, তাঁরা ২জনেই এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন। বেশ কয়েকদিন আগেই ঘটা করে ঋদ্ধিমার সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিল চক্রবর্তী এবং ঘোষ দুই পরিবার। যদিওবা কখনই এক মিনিটের জন্যও ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সকলে, একথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। ঋদ্ধিমা জানিয়েছিলেন যে, গৌরব এবং শ্বশুর মিলেই সেই বিশেষ দিনের আয়োজন করেছিলেন।

অন্যদিকে, গৌরবও সাধের দিন তাঁর খুশির কথা জানিয়েছিলেন। প্রতিটা মুহূর্ত তাঁরা সকলে মিলে উপভোগ করছিলেন বলেই প্রকাশ করেছিলেন অভিনেতা। আর ঋদ্ধিমা-গৌরব সহ দুই পরিবারের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার অবশেষে তাঁদের ঘর আলো করে এল পুত্র সন্তান। আনন্দ সংবাদে সকলেই খুব খুশি।
প্রসঙ্গত, এবছর পয়লা বৈশাখেই খুশির খবরটা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। ইনস্ট্রাগ্রামে বেবিবাম্পের ছবি শেয়ার করে লিখেছিলেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছি আমরা। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, সন্তানের অপেক্ষায় রয়েছি আমরা। আপনাদের সকলের শুভেচ্ছা দরকার।” আর এই পোস্টের পরেই শুভেচ্ছা উপচে পড়েছিল। এরপরে কখনও প্রেগন্যান্সি শুটের ছবি আবার কখনও বা সাধের ছবি শেয়ার করছিলেন তিনি। আর এই গোটা সময়টা অভিনেত্রীর পাশে ছিলেন গৌরব।