বৃষ্টির জেরে দূষণমুক্ত কলকাতা, এক ধাক্কায় বাড়ল বাতাসের গুণগত মান
Pollution-free Kolkata due to rain!

নজরবন্দি ব্যুরোঃ সামনেই গেল দীপাবলি। যার কারনে দূষণের মাত্রা বেশ খানিকটা বেড়েছিল কলকাতার পরিবেশে। বেশ কিছুবছর ধরেই কলকাতার বাতাস দূষণসমৃদ্ধ। যার মাত্রা দীপাবলিতে আরও বেশ খানিকটা বেড়েছিল। কিন্তু আপাতত তা থেকে স্বস্তি পেল শহরবাসী। গত তিনদিন ধরে কলকাতার আকাশ বেশ মেঘলা ছিল। বেশ খানিকটা বৃষ্টিও হয়েছে। যার ফলে বাতাসে দূষণের মাত্রা কিছুটা হলেও কমেছে।

আরও পড়ুনঃ কাটা যাবে না ময়দানের গাছ, মেট্রো প্রজেক্ট মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট

এই মুহূর্তে দিল্লির দূষণ নিয়ে সারা বিশ্ব জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। সামনে এসেছিল কলকাতার দূষণের চিত্রও। জানা গিয়েছিল কলকাতার বাতাসের কোয়ালিটি ইনডেক্স ছিল প্রায় ১০০ এর কাছাকাছি। যার কারনে শহরের বিভিন্ন প্রান্তে শ্বাসকষ্ট, কাশির মত সমস্যাও দেখা গিয়েছিল। তবে এখন এই বৃষ্টির ফলে কিছুটা তা থেকে মুক্তি পাওয়া গেছে।

 বৃষ্টির জেরে দূষণমুক্ত কলকাতা, কলকাতাবাসীর স্বস্তি
 বৃষ্টির জেরে দূষণমুক্ত কলকাতা, কলকাতাবাসীর স্বস্তি

তথ্য অনুসারে দীপাবলির সময় কলকাতার বাতাসে প্রায় ২.৫ মাইক্রন ধূলিকণা বেড়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের বৃষ্টির ফলে দূষণ কমেছে। যেখানে গত রবিবার সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কলকাতা তিন নম্বরে ছিল। এবং বালিগঞ্জ এলাকায় দূষণ রেকর্ড গড়েছিল। কিন্তু এই বৃষ্টির পড়ে সেই এলাকাতেও দূষণ খানিকটা কমেছে।

 বৃষ্টির জেরে দূষণমুক্ত কলকাতা, কলকাতাবাসীর স্বস্তি                  বৃষ্টির জেরে দূষণমুক্ত কলকাতা, কলকাতাবাসীর স্বস্তি

প্রসঙ্গত উল্লেখ্য, টানা দুদিন বৃষ্টির পর ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছু জায়গায় বৃষ্টির কারনে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শুধু তাই নয় দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমান। আজ ভোরেই অতিগভীর নিম্নচাপ থেকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। কলকাতায় ঝাপিয়ে বৃষ্টি হবে কদিন।