কাটা যাবে না ময়দানের গাছ, মেট্রো প্রজেক্ট মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট
Calcutta High Court hearing on Metro project

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মেট্রো প্রকল্পের জন্য গাছ কাটার বিরোধিতা করে মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের মামলার শুনানি আজ ছিল। হাইকোর্টের বিচারপতি সাফ জানিয়ে দেন কাটা যাবে না ময়দানের গাছ।

আরও পড়ুনঃ অর্থাভাবে সিসি ক্যামেরা বসানো সম্ভব হচ্ছে না কলকাতা পুলিশের থানাগুলিতে, দাবী লাল বাজারের

হাইকোর্টের প্রধান বিচারপতি এইদিন বলেন, “মেট্রো রেল প্রয়োজন, তা অনস্বীকার্য” কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। ময়দান শহরের বড় ফুসফুস। আমরা গর্বের সঙ্গে বলতে পারি জলের তলায় প্রথম মেট্রো এখানেই”।

Calcutta High Court: কাটা যাবে না ময়দানের গাছ, মেট্রো প্রজেক্ট মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট

তবে বন্ধ হচ্ছে না মেট্রো প্রকল্প, তবে হাইকোর্ট জানিয়েছে অনুমতি ছাড়া কোন গাছ কাটা যাবে না। গাছ কাটার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়াও নতুন করে আরও গাছ বসানোর কাজ শুরু করা হবে। ডিভিশন বেঞ্চ এর তরফ থেকেও জানানো হয়েছে গাছ কাটতে সেনার অনুমতি লাগবে।

Calcutta High Court: কাটা যাবে না ময়দানের গাছ, মেট্রো প্রজেক্ট মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট

তবে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এখনও পর্যন্ত নতুন করে কোন গাছ বসানোর কাজ পুরোদমে শুরু করা হয়নি। মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কাজ এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে। কবে এই কাজ শুরু হবে সেই তথ্য জানাতে চেয়েছে তারা।

কাটা যাবে না ময়দানের গাছ, শুনানি দিল হাইকোর্ট 

Calcutta High Court: কাটা যাবে না ময়দানের গাছ, মেট্রো প্রজেক্ট মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট

তাছাড়া ময়দানের কাছে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ফলে এই মামলায় হেরিটেজ কমিশনের মতামতও জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তাদের মতামত এখনও সামনে আসেনি। এই মামালার আগামী শুনানি ১৯ ডিসেম্বর।