PM Narendra Modi: সান্তা ক্লজের মতোই একাধিক প্রকল্পের ঝুলি নিয়ে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, থাকছে একাধিক চমক

সান্তা ক্লজের মতোই একাধিক প্রকল্পের ঝুলি নিয়ে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, থাকছে একাধিক চমক
pm-narendra-modi comes to westbengal before year end

নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেক ডিসেম্বরে থাকে নতুন চমক, বছরের শেষ এবং শুরুর সময়টা উৎসবের মতো কাটে সকলের। সান্তাক্লজের থেকে যেমন উপহারের আশায় থাকে শিশুরা, তেমনই বর্ষবিদায়ের আগেই একরাশ প্রকল্পের ঝুলি নিয়ে আসছেন নরেন্দ্র মোদী। রেলে ঘটবে ব্যাপক বদল, আশাবাদী রাজ্যবাসী। আগামী ৩০ তারিখ নমামি গঙ্গে পরিষদের সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। একই মঞ্চে উপস্থিত থেকে দুজনেই সারবেন একাধিক নয়া প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন।

আরও পড়ুনঃলকডাউন-ই একমাত্র সমাধান, ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিডের মৃত্যু সংখ্যা

নমামি গঙ্গে পরিষদের অনুষ্ঠানে থাকছে রেল নিয়ে একাধিক পরিকল্পনা। বন্দে ভারত এক্সপ্রেস পাবে রাজ্যবাসী। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি চলবে পরিষেবা। উত্তরবঙ্গ আসবে একেবারে হাতের মুঠোয়। মাত্র ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে এই শতকের দ্রুততম ট্রেনে চেপে। ছুটি পড়লেই ঝটিকাসফর সেরে ফেলতে পারবেন বঙ্গবাসী।

সান্তা ক্লজের মতোই একাধিক প্রকল্পের ঝুলি নিয়ে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, থাকছে একাধিক চমক
সান্তা ক্লজের মতোই একাধিক প্রকল্পের ঝুলি নিয়ে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, থাকছে একাধিক চমক

এখানেই শেষ নয়, মেট্রো পরিষেবাকে উন্নত করতে শুরু হচ্ছে জোকা তারাতলা মেট্রো। তাঁর উদবোধনেও উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬.৫ কিমি দীর্ঘ এই মেট্রো পরিষেবা কলকাতাবাসীর অনেক সুবিধা করবে। আরও আছে, বইঁচি,শক্তিগড়ের তৃতীয় লাইন তৈরি হবে ৪০৫কোটি খরচে, হবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনর্গঠনের শিলান্যাস। ৩৩৫ কোটি টাকা ব্যয় হবে এই কাজে। ডানকুনি থেকে চন্দনপুর চতুর্থ লাইন, নিমতিতা ও ফরাক্কা ডাবলিং লাইন, আম্বারি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি-গুমানিহাট ডাবলিং লাইনের মতো একাধিক প্রকল্পের শিলান্যাস হবে।

সান্তা ক্লজের মতোই একাধিক প্রকল্পের ঝুলি নিয়ে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, থাকছে একাধিক চমক

bande bharat
রয়েছে আরও চমক, বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ইতিমধ্যেই হয়া গিয়েছে। রাজ্যের মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদী ১ ঘন্টার বৈঠকে জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা- রাজ্যের এই জেলাগুলির উপর দিয়ে যাবে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে।