রবিতে মধ্যবিত্তের পকেটে কোপ! একলাফে পেট্রোলের দাম বাড়ল বাংলায়
Petrol and Diesel Price in West Bengal

নজরবন্দি ব্যুরো: রবিতে মধ্যবিত্তের পকেটে পড়ল কোপ! বাংলায় একলাফে বাড়ল পেট্রোলের দাম। জানা গিয়েছে, সপ্তাহান্তে বাংলার ৭ জেলায় দাম বেড়েছে পেট্রোল ও ডিজেল। আজ রাজ্যে সর্বোচ্চ ৯৯ পয়সা পর্যন্ত দাম বেড়েছে পেট্রোলের। তাছাড়াও ১.২৭ টাকা পর্যন্ত দাম বেড়েছে জ্বালানি তেলের। জানুন জ্বালানি তেলের আজকের রেট।

আরও পড়ুন: নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি, আত্মহত্যা BSF আধিকারিকের

জানা যাচ্ছে, রবিতে আলিপুরদুয়ার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, মালদহ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এদিকে মুর্শিদাবাদে আজ ৯৯ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। তবে এই জেলা গুলি ছাড়া বাকি সব জায়গায় যৎসামান্য দাম কমেছে জ্বালানি তেলের।

রবিতে মধ্যবিত্তের পকেটে কোপ! একলাফে পেট্রোলের দাম বাড়ল বাংলায়

এদিকে, রবিবার জলপাইগুড়িতে পেট্রোলের সর্বোচ্চ দাম বেড়েছে ১.২৭ টাকা। তাছাড়াও বাঁকুড়া, কোচবিহার, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। যদিওবা কলকাতাতে আজ পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত। তিলোত্তমায় পেট্রোল বিকোচ্ছে লিটার ১০৬.০৩ টাকায়। এছাড়াও ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়।

রবিতে মধ্যবিত্তের পকেটে কোপ! একলাফে পেট্রোলের দাম বাড়ল বাংলায়

এদিকে, হাওড়ায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। অন্যদিকে, মুর্শিদাবাদে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৫৩ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৩ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.০৩ এবং ১০৬.৭৭ টাকা করে। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ এবং ৯৩.৪৬ টাকা করে।

রবিতে মধ্যবিত্তের পকেটে কোপ, একলাফে দাম বাড়ল পেট্রোলের

রবিতে মধ্যবিত্তের পকেটে কোপ! একলাফে পেট্রোলের দাম বাড়ল বাংলায়