প্রমাণ করুন মাদক নেননি, রাহুলের তেলেঙ্গানা সফরের আগে ‘হোয়াইট চ্যালেঞ্জ’ বিরোধীদের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শনিবারই তেলেঙ্গানা সফরে যাওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। তার আগে তেলেঙ্গানা ছেয়ে গিয়েছে রাহুলের নাইট ক্লাবের ভিডিওতে। সেই সঙ্গে কংগ্রেস নেতার উদ্দেশে ছুঁড়ে দেওয়া হয়েছে হোয়াইট চ্যালেঞ্জ। সেখানে লেখা হয়েছে রাহুল জি আপনি প্রমাণ করুন আপনি মাদক নেননি। আর এই পোস্টার লাগানো হয়েছে তেলেঙ্গানার শাসক দল টিআরএস এর পক্ষ থেকে।

আরও পড়ুনঃ সুতপাই সুশান্তকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দেয়নি, বিস্ফোরক অভিযোগ সুশান্তের পিসির

রাহুল গান্ধী মাদক নেন এই অভিযোগ এর আগে করেছেন বহু বিরোধী নেতা। কিন্তু এই ‘হোয়াইট চ্যালেঞ্জ’ আসলে কি? এতির অর্থ হল, ডাক্তারি তথা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ দেওয়া যে, সংশ্লিষ্ট ব্যক্তি কোনও রকম মাদক ব্যবহার করছেন না।টিআরএসের এক মুখপাত্র বলছেন,

প্রমাণ করুন মাদক নেননি, রাহুলের তেলেঙ্গানা সফরের আগে ‘হোয়াইট চ্যালেঞ্জ’ বিরোধীদের।

রাহুল গান্ধীর সফরের আগে রেবন্ত রেড্ডির চ্যালেঞ্জের কথা তাঁকে মনে করিয়ে দিতে চাই। আমাদের মন্ত্রী কে টি রামা রাও হোয়াইট চ্যালেঞ্জ নিতে তৈরি। তিনি রাহুলকেও এতে অংশ নিয়ে মাদক পরীক্ষার জন্য নমুনা দিতে বলেছিলেন।”

প্রমাণ করুন মাদক নেননি, রাহুলের তেলেঙ্গানা সফরের আগে ‘হোয়াইট চ্যালেঞ্জ’ বিরোধীদের।

প্রমাণ করুন মাদক নেননি, রাহুলের তেলেঙ্গানা সফরের আগে ‘হোয়াইট চ্যালেঞ্জ’ বিরোধীদের।

রেবন্ত রেড্ডি সম্প্রতি বলেছিলেন, হায়দরাবাদে মাদকাসক্তি বাড়ছে। তাই রাজনীতিবিদ ও সেলিব্রিটিদের এই চ্যালেঞ্জ নেওয়া উচিত। নিজে মাদক না নেওয়ার প্রমাণ দেওয়ার পর হায়দরাবাদের মুখ্যমন্ত্রী কেসিআরের ছেলে তথা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যকরী সভাপতি কে টি রামা রাওয়ের উদ্দেশেও এই চ্যালেঞ্জ ছোঁড়েন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি। সব মিলিয়ে রাহুলের সফরের আগে উত্তাল তেলেঙ্গানা।

প্রমাণ করুন মাদক নেননি, রাহুলের তেলেঙ্গানা সফরের আগে ‘হোয়াইট চ্যালেঞ্জ’ বিরোধীদের।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...