ফের স্বাস্থ্যসাথী কার্ডে বেনিয়মের অভিযোগ! টাকা চেয়ে বিক্ষোভের মুখে নার্সিংহোম কর্তৃপক্ষ
Nursing Home Accused To Demand Money

নজরবন্দি ব্যুরো: ফের স্বাস্থ্যসাথী কার্ডে বেনিয়মের অভিযোগ উঠল। জানা গিয়েছে, রোগীর মৃত্যুর পরে মৃতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসাবাবদ লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ উঠল এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। যার ফলে ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভে সামিল হলেন রোগীর পরিজন। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়াল বেসরকারি নার্সিংহোম চত্বরে। জানা যাচ্ছে, মৃতের পরিবারের পক্ষ থেকে নার্সিংহোমের সামনে বিক্ষোভ শুরু করলে পরে পরিস্থিতি বেগতিক বুঝে চিকিৎসার বিল নেয়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘ওষুধেই কাজ’!

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে। এই ঘটনায় রোগীর আত্মীয়দের অভিযোগ, গত সোমবার হার্টের সমস্যা নিয়ে কামারহাটির জসাপুর এলাকার বাসিন্দা শেখ মুক্তার হাজরাকে আরামবাগের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। যদিওবা ভর্তির সময় নার্সিংহোমকে রোগীর পরিজনরা আগেই জানিয়ে দিয়েছিলেন যে চিকিৎসার যাবতীয় খরচ স্বাস্থ্যস্বাথী কার্ডের মাধ্যমে মেটানো হবে। কিন্তু মঙ্গলবার সকালে মৃত্যু হয় মুক্তার হাজরার।

ফের স্বাস্থ্যসাথী কার্ডে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নার্সিংহোম কর্তৃপক্ষ

এরপরে মৃতের পরিবারের পক্ষ থেকে দেহ আনতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যস্বাথী কার্ডের বিষয়টি পুরোপুরি ভাবে অস্বীকার করে বলে অভিযোগ। পাশাপাশি মৃতের পরিবারের কাছ থেকে চিকিৎসা বাবদ লক্ষাধিক টাকা চাওয়া হয়। শুধু তাই নয়, টাকা না দিলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলেও জানায় নার্সিংহোম।

ফের স্বাস্থ্যসাথী কার্ডে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নার্সিংহোম কর্তৃপক্ষ

তারপরেই এই ঘটনাটিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রুপ নেয় নার্সিংহোম চত্বর! পরে ওই বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। যদিওবা, এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের পালটা দাবি,স্বাস্থ্যস্বাথী কার্ডে চিকিৎসা করাতে আসা রোগীর চিকিৎসার খরচ নির্ধারণ করে যতটা স্বাস্থ্যস্বাথী কার্ডের ছাড় পাওয়া গেছে তা বাদ দিয়ে বাকি টাকা চাওয়া হয়েছিল।

ফের স্বাস্থ্যসাথী কার্ডে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নার্সিংহোম কর্তৃপক্ষ

ফের স্বাস্থ্যসাথী কার্ডে বেনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নার্সিংহোম কর্তৃপক্ষ