হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 'ওষুধেই কাজ'!

নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও অনামিকা রায়ের নিয়োগ হয়নি। এনিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিলিগুড়ির চাকরিপ্রার্থী। সোমবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতি ধমকের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই অনামিকার নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

সোমবার সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আগামী ২০ সেপ্টেম্বর অনামিকা সাহার হাতে তুলে দেওয়া হবে। তাকে প্রয়োজনীয় নথি নিয়ে তাঁকে পর্ষদে আসতে বলা হয়েছে। তবে শুধু অনামিকা নন, আরও চারজন চাকরিপ্রার্থীর হাতে ওইদিন নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। গতকাল এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিরক্ত হয়ে অনন্তনাগের সেনা-জঙ্গি সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন, ‘মামলা অনন্তনাগে পাঠিয়ে দেব। উনি জঙ্গি নাকি চাকরি দিচ্ছেন না?’

 হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 'ওষুধেই কাজ'!

বিচারপতির প্রশ্নের জবাবে মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন হয়নি। সেই কারণেই নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। যদিও চাকরিপ্রার্থীর দাবি, ভেরিফিকেশন রিপোর্ট পর্ষদের কাছে পৌঁছে গেলেও অজানা কোনও কারণবশত নিয়োগপত্র তাঁর কাছে আসেনি। অনামিকা রায় কেন এখনও চাকরি পাননি, তা জানতে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে রিপোর্ট এসে না পৌঁছালে পরবর্তীতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

 হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 'ওষুধেই কাজ'!

রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় ববিতা সরকার। এই মামলায় অঙ্কিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশেই অঙ্কিতার চাকরি ববিতাকে চাকরি দেয় পর্ষদ। যদিও এরপরই ববিতার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা দায়ের করেন অনামিক রায়। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় ববিতার চাকরি বাতিল করে সেই পদে অনামিকার নিয়োগের নির্দেশ দেয় আদালত।

হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘ওষুধেই কাজ’!

 হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 'ওষুধেই কাজ'!
হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘ওষুধেই কাজ’!