নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে আদালতের ভিতরেই প্রবল দ্বিধায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কোন কেস ডায়রি পেশ করতে হবে তা বুঝতেই পারল না তারা। পরিস্থিতি বোঝাতে আসরে নামলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে হাইকোর্টে বিপাকে পড়ে যায় সিবিআই।

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে ফের ইডির নজরে অনুপ মাজি, বুধবার দিল্লির অফিসে হাজিরের নির্দেশ

এদিন মামলার শুনানি শুরু হলে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানায়, প্রাথমিকের মূল দু’টি মামলার এই বেঞ্চ থেকে সরে অন্য বেঞ্চে রয়েছে। তার সঙ্গেই শান্তনু শিটের দায়ের করা একটি নতুন মামলা যুক্ত হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, শান্তনু শিটের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ রয়েছে কিনা। উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, তাঁরা বুঝতে পারেননি কোন কেস ডায়েরিতে এই মামলার কথা রয়েছে। একথা শুনে বিচারপতি নিজেই দায়িত্ব নিয়ে তদন্তকারী সংস্থাকে গোটা বিষয়টা বুঝিয়ে দেন।

নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

এই পর্ব শেষ হলে হাইকোর্ট জানায়, শান্তনু শিটের মামলায় আলাদা করে শীর্ষ আদালতের কোনও নির্দেশ নেই। এরপরই সিবিআইকে সব ফাইল নিয়ে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি। পরবর্তী শুনানি দুপুর ২ টো নাগাদ শুরু হওয়ার কথা।

নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিকে এদিনই আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হল তার ফল কী? মানিক ভট্টাচার্যের কথা রেকর্ড রাখা হয়েছে কি না, তাও জানতে চান। কেস ডায়রি সংক্রান্ত সওয়াল করা হলে বিচারপতি বলেন “সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিতে পারে। সিবিআই-এর এই দুশ্চিন্তা হতে পারে। কিন্তু এই সংক্রান্ত মামলায় তো কোন নির্দেশ নেই। তাহলে কেন এই মামলার কেস ডায়েরি তৈরি নেই?” এরপর আরও কিছু সময় চেয়ে নেয় সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে দ্বিধায় CBI, আসরে নামতে হল খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়