নজরবন্দি ব্যুরো: কয়লাপাচার কাণ্ডে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির স্ক্যানারে মূল চক্রী লালা ওরফে অনুপ মাজি। আগামী কাল, বুধবার বেলা ১১ টার মধ্যে ইডির নির্দেশে দিল্লির অফিসে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে অনুপ মাজিকে। এর আগেও বহুবার তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তিনি মাত্র একবারই সিবিআইয়ের ডাকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হয়েছিলেন লালা।
আরও পড়ুন: ভারতবিরোধী কাজের সঙ্গে যোগ কানাডার! উচ্চপদস্থ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের
কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এইবারে কি ইডির ডাকে সারা দেবেন তিনি? নাকি এবারেও হাজিরা এড়িয়ে যাবেন মূল চক্রী লালা ওরফে অনুপ মাজি। তবে সূত্রের খবর, এবারে তিনি হাজিরা এড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেই সিন্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতই এখনই আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে সিবিআইয়ের জেরার মুখে পড়েছিলেন অনুপ মাজি। কয়লা খনি থেকে পাচারের ঘটনায় অন্যতম মাথা ছিলেন পুরুলিয়ার এই বাসিন্দা। আর সেই সবের বেশ কিছু প্রমাণ আগেই কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে এসে পৌঁছেছে বলে দাবি। তবে এই পাচারচক্র আর ওই পাচারের টাকা কোথায় কোথায় বণ্টন করা হতো, সেই সমস্ত কিছু সম্পর্ক বিস্তারিত তথ্য জানতেই লালাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
উল্লেখ্য, এর আগে কয়লাকাণ্ডে যখন অনুপ ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করছিল, তখন তিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন। আর সেই রক্ষাকবচের মেয়াদ শেষ। আর এবার ফের একবার কয়লা কেলেঙ্কারির কিনারা করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি। সেই কারণেই ফের লালাকে তলব করা হল বুধবার। তবে বুধবার ইডির ডাকে লালা সাড়া দিয়ে কি দিল্লির অফিসে যাবেন কি না! শুরু হয়েছে জল্পনা!