নজরবন্দি ব্যুরো: কানাডা-ভারতের সম্পর্কে তিক্ততা ক্রমশ বাড়ছে। ভারত বিরোধী কাজের সঙ্গে যোগ রয়েছে! এই অভিযোগের পরই কানাডার উচ্চঅপদস্থ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। বড় পদক্ষেপের পরই ফের এক নতুন বিতর্কের সূচনা? জল্পনা সব মহলে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে যুক্ত আরও কাউন্সিলর-বিধায়ক, আদালতে চাঞ্চল্যকর তথ্য CBI-র
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়েছে, খলিস্তানিদের আশ্রয় দিয়েছে কানাডা। খলিস্তানিরা কানাডার ছত্রছায়ায় থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। কানাডাতেই দীর্ঘদিন ধরে খুন, মানব পাচার সহ একাধিক অপরাধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এবার দিল্লিতে কর্মরত কানাডার পদস্থ কূটনীতিককে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিল ভারতের পররাষ্ট্রমন্ত্রক। কানাডার রাষ্ট্রদূত ক্যামেরন ডিন ম্যাকিকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। পাঁচ দিনের মধ্যেই ভারত ছাড়তে হবে। ভারতের সিদ্ধান্তের কী জবাব দেয় কানাডা এখন সেটাই দেখার।
কানাদা-ভারতের সম্পর্ক নিয়ে কয়েকমাস ধরেই জল্পনা চলছিল। কানাডায় খলিস্তানিদের ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে নয়াদিল্লির উদ্বেগকে জাস্টিন ট্রুডোর সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে দিল্লির বিদেশ মন্ত্রক অনেকদিন ধরেই কূটনৈতিক চ্যানেলে জানিয়ে আসছিল। এদেশের ওয়াকিবহাল মহলের একাংশের অভিযোগ, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীরা এমন কিছু ঘটনা ঘটিয়েছে সেগুলি ওই দেশের প্রশাসনের উচ্চতম মহলের প্রশ্রয় না থাকলে সম্ভব নয়।
চলতি মাসের শুরুর দিকেই ভারতের নয়া দিল্লিতে আয়োজিত হয় জি-২০ শীর্ষ সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের মত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনায় তাঁকে খলিস্তানিদের ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। পাশাপাশি ট্রুডোর দেশে এই ধরনের অমানবিক ঘটনা কীভাবে ঘটছে, কারা মদত করছে, সেই প্রশ্ন তুলে কানাডার প্রধানমন্ত্রীকে কার্যত অস্বস্তির মধ্যেই ফেলেন মোদী।
ভারতবিরোধী কাজের সঙ্গে যোগ কানাডার! উচ্চপদস্থ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের
