Srijit-Mithila: সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে

সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে
সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে

নজরবন্দি ব্যুরোঃ সাবেক স্বামী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর একসঙ্গে কাজ করতে গিয়ে বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর প্রেমে পড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। পরবর্তীতে তাকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসারও করছেন। তারই মধ্যে বাংলারই আরেক পরিচালকের সঙ্গে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে টলিউডের গুঞ্জন চরমে।

আরও পড়ুনঃ ৫০ বছর পর বলিউডে এবার ‘আনন্দ’-এর রিমেক, প্রস্তুতি শুরু

ওই চলচ্চিত্র পরিচালকের নাম দেবালয় ভট্টাচার্য। মিথিলা সম্প্রতি দেবালয়ের ‘মন্টু পাইলট ২’ ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পেয়েছে। ভালো ব্যবসাও করেছে। তারই মাঝে চর্চায় পরিচালক দেবালয়ের সঙ্গে মিথিলার ব্যক্তিগত সম্পর্ক। এ নিয়ে একটি সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন ওই পরিচালক।

সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে
সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে

তাঁর বক্তব্য, ‘মিথিলার সঙ্গে পরিচয় ছিল না। শুটিং সেটে আলাপ হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন নারী মিথিলা। ওর সঙ্গে গল্প করতেও খুব ভালো লাগে। গানের সেন্স খুব ভালো। যদিও ছবির কাজ শেষ হয়ে গেছে। তাই এখন খুব একটা কথা হয় না। আবার দেখা হলে অবশ্যই আড্ডা হবে।’

কিন্তু চারদিকে তো নানা কথা ছড়াচ্ছে? আর তাতেই পরিচালক দেবালয়ের বক্তব্য, ‘হ্যা, মজা তো সকলেই করে। নানা কথা ছড়ায়। কানেও আসে। খুব মজাই লাগে। সারাক্ষণই চলে এগুলো। আর মিথিলার মত বন্ধু পেলে ভালোই লাগবে। ও কলকাতায় থাকলে একসঙ্গে চা খেতাম, কফি খেতাম, আড্ডা হত, ভালোই লাগত। মিথিলার বন্ধুর পরিধিটাও বিরাট। ভালোই লাগবে সেক্ষেত্রে।’

সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে

বর্তমান স্বামী সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার দাম্পত্যের মাঝেই নানা সাইটে দেবালয় ভট্টাচার্যকে নিয়ে নানা কথা ছড়াচ্ছে। এই পরিচালকের সঙ্গে নাকি মিথিলার ‘বিশেষ বন্ধুত্ব’ তৈরি হয়েছে। যেটি প্রেমের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছে। এ নিয়ে কী ভাবছেন পরিচালক দেবালয়? এ নিয়ে কি বা বলছেন তিনি?

এ নিয়ে অবশ্য ‘মন্টু পাইলট’ পরিচালক সরাসরি কোনো জবাব দেননি। তাঁর বক্তব্য, ‘মিথিলার সঙ্গে সৃজিতকে নিয়ে সবসময় ভালো কথাই হয়েছে। ও সৃজিতকে খুব শ্রদ্ধা করে। আমি ও সৃজিত বহুদিনের পরিচিত। আমি চাই না, এটা নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হোক। যে যাই বলুক, আমার মনে হয় না এ নিয়ে ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা আগামীতে হবে।’

সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা

সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে
সৃজিত নয়, আরেক পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কের জড়ালেন মিথিলা, জোর গুঞ্জন টলিউডে

মিথিলা প্রথমে বিয়ে করেন ২০০৬ সালে গায়ক ও অভিনেতা তাহসান রহমানকে। তাদের একমাত্র সন্তান মেয়ে আইরা। এক যুগ সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জীকে ভালোবেসে বিয়ে করেন নায়িকা। এবার গুঞ্জন নয়া সম্পর্কের। যদিও গোটা ঘটনায় এখনো চুপ মিথিলা।