নজরবন্দি ব্যুরোঃ ফের নিজের অস্তিত্ব জানান দিতে এসেছে কোভিড। এবার সে এসেছে বিএফ.৭ রূপে। এই ভাইরাস অত্যন্ত সংক্রামক। তাই প্রতিটি মানুষকে এই রোগ নিয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। মাথায় রাখতে হবে যে কয়েকটি সহজ নিয়ম মানলেই কোভিড ১৯ প্রতিরোধ করা যায়।
আরও পড়ুনঃ সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের হানা, মিলছে খাদ্য দফতরের যোগ!
কিন্তু এই নতুন বিএফ ৭ নিয়ে চিন্তায় দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশের স্বাস্থ্যমন্ত্রী ইতি মধ্যেই সব রাজ্যের স্বাস্থ্য কর্তাদের ও মন্ত্রীদের সাথে জরুরী বৈঠক করেছেন। আমাদের রাজ্যের করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক। কিন্তু বসে নেই রাজ্য সরকার। সব জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন।
অপর দিকে আজ রাজ্যে দেখামিললো নতুন করোনার রুপ বিএফ৭। খবর অনুযায়ী এই নতুন করোনার রুপ ধরা পরেছে কোলকাতার এক ব্যাক্তির দেহে। অপর তিন জন নদিয়ার বাসিন্দা। তাঁরা আবার একই পরিবারের লোক।
রাজ্যে ধরা পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ৭, নদিয়ায় এক পরিবারের ৩ জনের
উল্লেখ্য, গত কাল ৪ই জানুয়ারি ২০২৩ রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে জানা গেছে বঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪,৮৫২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডিসচার্জ রেট ৯৮.৯৮%। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসজনিত কারণে কেউ মারা যায় নি।