নজরবন্দি ব্যুরো: ইএম বাইপাসে হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্টারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। থানায় গিয়ে নওশাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই রেজিস্টার। এবার এই ঘটনায় আইএসএফ নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দেবার নির্দেশ দিল গড়ফা থানার পুলিশ। ইতিমধ্যেই নওশাদের কাছে পৌঁছেছে সেই নোটিশ।
আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, দেওয়া হল অক্সিজেন সাপোর্ট
জানা যাচ্ছে ঘটনার দিন রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার পর রেজিস্টারের গাড়ির চালককে নওশাদের গাড়ির চালক সপাটে চড় মারেন। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। গাড়িতে উপস্থিত ছিলেন নওশাদ নিজেও। তিনি নেমে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এদিকে নওশাদের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে সিআরপিসি ৪১ ধারায় নোটিশ পাঠিয়েছে পুলিশ। সেখানে ৭২ ঘণ্টার মধ্যে আইএসএফ নেতাকে গড়ফা থানায় হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার। জয়নগর থেকে গাড়ি করে ফিরছিলেন নওশাদ। কালিকাপুর এলাকায় আসার পরে নওশাদের স্করপিও গাড়িটি ধাক্কা মারে হাইকোর্টের রেজিস্টারের গাড়িতে। দুই গাড়ি চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং রেজিস্টারের গাড়ির চালককে চড় মারেন নওশাদের গাড়ির চালক।
রেজিস্টারের গাড়িতে ধাক্কা, ৭২ ঘণ্টার মধ্যে নওশাদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
যদিও এই ঘটনার পর নওশাদ সিদ্দিকীর বিবৃতি ছিল, “বিশ্ব বাংলা সরণী পার করার সময় ওই গাড়িটি আমার গাড়িকে ডান দিক থেকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বারবার আমাদেরকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তাতেই সমস্যা শুরু হয়।” এর পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইএসএফ নেতা।