Dev-Mithai: সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী

সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী
Mithairani go Tollywood movie screening with Dev

নজরবন্দি ব্যুরোঃ সবাই ছোট থেকেই শুরুটা করে আর সেখান থেকেই সে একদিন তাঁর বড় হওয়ার লক্ষ্যে পৌচ্ছে যায়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’। গত ২ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠেছে এই ‘মিঠাই’ সিরিয়ালটি। জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিকটির নায়ক-নায়িকা তো বটেই, পার্শ্বচরিত্রদেরও জনপ্রিয়তা দেখার মতো। জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু তো এখন দর্শকমহলে ‘মিঠাই’ নামেই পরিচিত।

আরও পড়ুনঃ বড় অঙ্কের বেতন বৃদ্ধি হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, থাকছে আরও অনেক নয়া চমক

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, সৌমিতৃষাকে এখন মিঠাই নয়, বরং মিঠিরূপে দেখা যাচ্ছে। মিঠিই আসলে মিঠাই কিনা তা নিয়ে ধন্দে রয়েছে দর্শকরা। এখন আবার সিরিয়ালে দেখানো হচ্ছে, গুলি লেগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মিঠি। সব মিলিয়ে মিঠি-মিঠাইয়ের এই ধোঁয়াশায় ধারাবাহিক এখন দর্শকমহলে সুপারহিট।

সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী
সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী

‘মিঠাই’য়ের এই জনপ্রিয়তার মাঝেই আবার শোনা গিয়েছিল, নায়িকা সৌমিতৃষা কুণ্ডু শীঘ্রই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন। নায়ক হিসেবে উঠে এসেছিল ‘মিঠাই’য়ের নায়ক সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ের নাম। সত্যিই কি তাহলে এবার বড়পর্দায় দেখা যাবে ‘সিধাই’ জুটি নাকি অন্য নায়কের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় ডেবিউ করবেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন সৌমিতৃষা নিজে।

সম্প্রতি দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ‘প্রজাপতি’র বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন সৌমিতৃষা। সেখানেই তাঁকে বড়পর্দায় ডেবিউ নিয়ে জিজ্ঞেস করা হয়। জবাবে অভিনেত্রী বলেন, ‘দেখো এখন তো ‘মিঠাই’টাই চলছে। আর এটা একটা ধারাবাহিক। তাই এটা ছেড়ে অন্য কোথাও কমিটমেন্ট করতে পারব না। আর সেটায় যদি পুরোপুরি নিজের সময়, এফর্ট না দিতে পারি তাহলে দু’টোর সঙ্গে বেইমানি করা হবে। তাই সেই জন্য ওটা নিয়ে কোনও প্ল্যানিং নেই’।

সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী

সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী
সিদ্ধার্থকে ছেড়ে এখন মন মজেছে দেবে, এবার বড়পর্দায় পা রাখছেন মিঠাইরানী

কয়েকদিন আগে টলি টাইম নামের একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে পর্দার মিঠাইরানীর একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতেই নিজের বড়পর্দায় ডেবিউ নিয়ে মুখ খুলেছেন সৌমিতৃষা। সাক্ষাৎকারের শেষে তাঁকে মিঠিই মিঠাই কিনা এই প্রশ্নও জিজ্ঞেস করা হয়। সেই প্রশ্নের উত্তরে পর্দার মিঠাইরানী বলেন, ‘না না, এখন এই কথাগুলো আমি বলব না। সেই কথা জানার জন্য অবশ্যই ‘মিঠাই’ দেখতে হবে’।