নজরবন্দি ব্যুরো: মেট্রো লাইনে কাজ ও বিদ্যুত সরবরাহে ত্রুটির জন্য চলতি মাস থেকেই সপ্তাহান্তে দেরিতে চালু হবে মেট্রো। একথা আগেই জানানো হয়েছিল। গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো রেলের মুখ্য আধিকারিক কৌশিক মিত্র। এর পাশাপাশি আগামিকাল থেকেই পূর্ব রেলওয়ে শাখায় বাতিল রয়েছে একাধিক ট্রেন।
আরও পড়ুন: বড় বক্তব্য আমি দেব না, কাজে করে দেখাবো! পাল্টা খোঁচা বাইরনের
মেট্রো সূত্রে খবর, চলতি মাসের চারটি রবিবার (৪, ১১, ১৮, ২৫) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদমের মেট্রো সকাল ১০ টায় ছাড়বে। সকালের মেট্রো পরিষেবা দেরিতে শুরু হলেও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে। অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদমের মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯.২৭ মিনিট এবং ৯.৪০ মিনিটে। দমদম ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ৯.২৮ এবং ৯.৪০ মিনিটে। জরুরী ভিত্তিতে মেট্রো পরিষেবার সময়সূচিতে বদল ঘটানোর কারণে যাত্রীদের সহযোগিতার আবেদন জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোর পাশাপাশি পূর্ব রেলওয়ের লিলুয়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। জানা গিয়েছে, এই শাখায় শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। লিলুয়া-বর্ধমান শাখায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তাই আগামী ৩ জুন থেকে ১৫ দিন একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কোন কোন ট্রেন বাতিল হয়েছে দেখে নিন একনজরে।

হাওড়া থেকে ৩৭০১১, ৩৬০৭১, ৩৭৩৪৩, ৩৭৮১৫, ৩৭৬১১। পান্ডুয়া থেকে ৩৭৬১৪। তারকেশ্বর থেকে ৩৭৩৫৪, গুরাপ থেকে ৩৬০৭২। শ্রীরামপুর থেকে ৩৭০১২। বর্ধমান থেকে ৩৭৮৩৪, ৩৭৮৪০। রেলের তরফে জানানো হয়েছে, অন্যান্য ট্রেনগুলির সময়সূচি অপরিবর্তিত রয়েছে।
জুনে মেট্রোর সময়সূচিতে বদল, বাতিল হচ্ছে একাধিক ট্রেন
