নজরবন্দি ব্যুরোঃ কাতার বিশ্বকাপ থেকে ফিরে ক্লাবের হয়ে ইতিমধ্যেই নেমে পড়েছেন লিয়োনেল মেসি। প্যারিস সঁ জরমঁ-র হয়ে খেলে ফেলেছেন একটি ম্যাচও। সেই ম্যাচের জার্সি নিলামে তোলা হয়েছিল। প্যারিস সাঁ জাঁ-র ১৭ জন খেলোয়াড়ের জার্সি নিলামে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুনঃ সামিদের আগুনে বোলিংএ ১০৮ রানেই শেষ নিউজিল্যান্ড, সিরিজ জয় কী শুধু সময়ের অপেক্ষা?
তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ম্যাচে মেসির ব্যবহৃত জার্সি নিয়েই বেশি শোরগোল হয়েছে। সেই জার্সি নজর কেড়ে নিয়েছে সবার। এখনও পর্যন্ত মেসির জার্সির দাম উঠেছে পঁচিশ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ লাখ টাকা।
যদিও নিলাম চলবে আরও আট দিন। ফলে মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে। অপর দিকে বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে ফিরে প্রথম ম্যাচে অঁজের মুখোমুখি হয়েছিলেন মেসি। সে ম্যাচে মেসির পরা জার্সিটি এক চীনা নাগরিক ৪৭ হাজার ৩০০ ডলারে কিনেছেন বলে জানিয়েছে মার্কা।
মেসির জার্সি নিলামে, দাম কত উঠল জানলে আঁতকে উঠবেন
এক সপ্তাহব্যাপী এ নিলামে জার্সিগুলোর ভিত্তি মূল্য ছিল ৯৬ দশমিক ২ ডলার। ২৪ হাজার ডলার থেকে দাম বলা শুরু করে সাতবারের প্রচেষ্টায় অঁজের বিপক্ষে মেসির পরা জার্সিটি কিনতে সক্ষম হন সেই চীনা নাগরিক।